প্রজাতন্ত্র দিবসে, কোল্ডপ্লের প্রধান কণ্ঠশিল্পী ক্রিস মার্টিন আহমেদাবাদে তাঁর কনসার্টের সময় ভারতকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছিলেন। ক্রিস উপস্থিত শ্রোতাদের মনে গভীরভাবে দাগ কেটে নিয়েছেন, যখন তিনি বন্দে মাতরম, মা তুঝে সলমনের মতো গান উপস্থাপন করেন
বন্দে মাতরমে ক্রিসের পারফর্মেন্স দেখুন
রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পারফর্ম করেন ক্রিস ও তাঁর ব্যান্ডমেটরা। আর কনসার্টের মাঝামাঝি সময়ে এসে দেখা যায় এই কিংবদন্তি গায়ক পিয়ানোতে বসছেন। একটি স্নিগ্ধ সুর তোলেন তিনি, যা নিমেষে পরিবেশকে শান্ত করে দেয়।
আরও পড়ুন: সইফকে নিয়ে বিতর্কিত মন্তব্য! এবার হাসপাতালে ভর্তি উর্বশী রাওতেলার মা, কী হয়েছে?
ক্রিস পিয়ানো বেঞ্চে বসার সঙ্গে সঙ্গে জনতার প্রত্যাশা বাড়তে থাকে এবং এরপর তিনি বন্দে মাতরম বাজাতে শুরু করেন, তারপরে মা তুঝে সালাম। সঙ্গে আধো উচ্চারনে গান দুটি পরিবেশনও করেন। শ্রোতারা তাৎক্ষণিককভাবে এই প্রাণবন্ত পারফরম্যান্সে রীতিমতো চমকে ওঠেন এবং মুগ্ধ হন এবং দেখা যায় শেষ নোটটি ম্লান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা উচ্চস্বরে উল্লাস করে ওঠে এবং করতালিতে একপ্রকার ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। সবশেষে তিনি বলেন, 'ভারতমাতাকে স্যালুট'।
আরও পড়ুন: কালো কাপড়ে মুখ ঢেকে মহাকুম্ভে রেমো ডি'সুজা! পবিত্র স্নান করলেন প্রয়াগরাজে
এর পরে, তিনি ফের গিটারে ফিরে আসেন এবং তাঁর কয়েকটি হিট ট্র্যাক বাজিয়েছিলেন।
গত ২৫ ও ২৬ জানুয়ারি শহরের মোতেরা এলাকার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোল্ডপ্লের আহমেদাবাদ কনসার্টের আয়োজন করা হয়। ব্যান্ডটি ১৮ জানুয়ারি মুম্বইয়ে তাদের মিউজিক অফ দ্য স্ফিয়ারস ভারত সফর শুরু করে। তারা ১৮, ১৯ এবং ২১ জানুয়ারি নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন। কনসার্ট চলাকালীন, কোল্ডপ্লে অভিনেতা শাহরুখ খান এবং ক্রিকেটার জাসপ্রিত বুমরাহর নাম নিয়েছিলেন, যেই ভিডিয়ো বর্তমানে রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
আরও পড়ুন: স্নান থেকে পোশাক পরানো, খাইয়ে দেওয়া সবই করে দেন রকি, আবেগঘন ক্যানসার আক্রান্ত হিনা
শুধু তাই নয়, অতীতে ব্রিটিশ রাজের দ্বারা সংঘটিত নৃশংসতার জন্য ভারতের কাছে ক্ষমাও চাইতে দেখা গিয়েছিল। এরপর শচীন টেন্ডুলকার ফাউন্ডেশনের পাঁচ বছর পূর্তি উদযাপনেও উপস্থিত ছিলেন ক্রিস মার্টিন। ২৬ জানুয়ারি ডিজনি+ হটস্টারে এই গ্র্যান্ড ইভেন্ট লাইভ স্ট্রিম করা হয়। সন্ধ্যা পৌনে সাতটা থেকে কনসার্ট শুরু হয়েছিল।