ভারতীয় ক্রিকেট কিংবদন্তী সুনীল গাভাস্কার চলতি IPL 2025-এ Rajasthan Royals-এর হতাশাজনক পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করলেন। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এটি ছিল এই মরসুমে তাদের টানা পঞ্চম পরাজয়। বৃহস্পতিবার Royal Challengers Bangalore-এর কাছে ১১ রানে পরাজয়ের পর গাভাস্কার দলের খেলার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন, বিশেষ করে রাহুল দ্রাবিড়ের মতো একজন অভিজ্ঞ প্রধান কোচ থাকা সত্ত্বেও কীভাবে দলের এত খারাপ অবস্থা, সেই নিয়েই প্রশ্ন তোলেন তিনি।
টানা পাঁচ ম্যাচে হার রাজস্থানের
রাজস্থান রয়্যালস দল এই নিয়ে টানা তিন ম্যাচেই কার্যত হাতের মুঠোয় থাকা ম্যাচই হাতছাড়া করেছে শেষ ওভারে গিয়ে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সহজ জেতা ম্যাচ হাতছাড়া করেছিলেন তাঁরা। সেই ম্যাচে নয় শেষ ওভার স্টার্ক বোলিং করেছিলেন। কিন্তু এলএসজির বিরুদ্ধে আর্শাদ খানের ওভারেও ম্যাচ জিততে পারেনি রয়্যালসরা। আর এবার আরসিবির বিরুদ্ধে ২ ওভারে ১৮রানও তুলতে পারল না রাজস্থান, ফলে এই নিয়ে টানা পাঁচ ম্যাচে হারল জয়পুরের ফ্র্যাঞ্চাইজি।
এবারে IPL-এ কোনঠাসা Rajasthan Royals
রাজস্থান রয়্যালস যেখানে গতবার প্লে অফে খেলেছে, তাঁদেরই এবারের এমন করুণ দশা দেখে কিছুটা বিরক্ত সুনীল গাভাসকর। তিনি ধারাভাষ্যের সময় বলছিলেন, ‘রাজস্থান রয়্যালসের আগে যে ম্যাচগুলো হয়েছে, যেগুলোয় আমি ছিলাম না উপস্থিত, সেগুলো নিয়ে কথা বলতে চাই না। তবে এই ম্যাচটায় আমি সামনে থেকেই দেখেছি কেমন ক্রিকেট খেলেছে ওরা। রাহুল দ্রাবিড়ের মতো একজন কোচ থাকার পর এরকম পারফরমেন্স খুবই হতাশাজনক এবং বিভ্রান্তিকর। উদ্দেশ্যহীন ক্রিকেট যাকে বলে ’।
রাজস্থানের খেলায় অসন্তুষ্ট গাভাসকর
এরপর কার্যত দ্রাবিড়ের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দেন সানি। তাঁর কথায়, ‘দ্রাবিড় কিন্তু সব সময়ই নিজের চিন্তাভাবনার ক্ষেত্রে একদম নিখুঁত থাকার চেষ্টা করেন। আশা করেছিলাম ও রাজস্থানে আসায়, দলের ব্যাটারদের মধ্যেও তার প্রতিফলন দেখতে পাব। কিন্তু এই ক্রিকেটে চিন্তাভাবনার তো কিছুই দেখতে পাচ্ছি না। যারা অনভিজ্ঞ, তাঁদের থেকে সব সময় আশা ভালো কিছু আশা করতে নাও পারি, তবে এই ক্রিকেটে কোনও প্ল্যানিং নেই ’।
দ্রাবিড়ের প্ল্যানিং নিয়ে প্রশ্ন সানির
প্রসঙ্গত আরসিবির কাছে হারের পর এবারের আইপিএলের বাকি ছয় ম্যাচই রাজস্থানের কাছে মাস্ট উইন হয়ে গেছে। আর একটা ম্যাচ হারলেই তাঁদের এবারের আইপিএল থেকে বিদায় কার্যত নিশ্চিত হয়ে যাবে। দলের অধিনায়ক তথা ওপেনার সঞ্জু স্যামসনের চোটটাও এবারের আইপিএলে বেশ ভালোভাবেই ভোগালো দলকে। হাতে চোট কাটিয়ে ফিরে আসার পর সাইড স্ট্রেনের জন্য সঞ্জু আপাতত মাঠের বাইরে রয়েছেন, কবে তিনি মাঠে ফিরবেন তার উত্তর নেই রাজস্থান ম্যানেজমেন্টের কাছে।