বিয়ের পর হানিমুনে বালি উড়ে গিয়েছেন আমির খান কন্যা আইরা খান এবং নূপুর শিখরে। সোশ্যাল মিডিয়ার পাতায় রোম্যান্টিক ছবিও শেয়ার করেছেন নব দম্পতি। বিদেশে চুটিয়ে ছুটি উপভোগ করছেন তাঁরা। জমিয়ে খাওয়া-দাওয়া করছেন, ঘুরেছেন। আইরা-নূপুরের কাপল গোলস ছবি মনে ধরেছে নেটিজেনদেরও।
মধুচন্দ্রিমা কাটাতে ইন্দোনেশিয়ার বালি বেছে নিয়েছেন আমিরের মেয়ে-জামাই। সেখান থেকে ফিরেও এসেছেন আইরা-নূপুর। ন্দোনেশিয়ায় কাটানো মূহুর্ত চিরস্থায়ী করতে বিশেষ পদক্ষেপও নিয়েছেন। কী পদক্ষেপ নিয়েছেন আইরা ও নূপুর? আরও পড়ুন: বড় হয়ে দাদুর মতো ইঞ্জিনিয়ার হবে মেয়ে! দেবীর কোন কাণ্ড দেখে এ কথা বললেন বিপাশা
আমিরের মেয়ে-জামাই ইন্দোনেশিয়ায় গিয়ে শরীরে জুড়ে নিয়েছেন একটি বিশেষ স্থায়ী চিহ্ন। সেটা কী জানেন? কচ্ছপ। হ্য়াঁ, ঠিকই শুনছেন, আইরা তাঁর কলারবোনে একটা কচ্ছপের উলকি করিয়েছেন। আর একইভাবে নূপুরও তাঁর বাইসেপে একটা কচ্ছপের ট্যাটু করিয়েছেন। আইরা ছোট জোড়া কচ্ছপের ট্যাটু শরীরে জুড়েছেন। আর নূপুর তাঁর বাহুতে একটা বড় কচ্ছপ ডিজাইন করেছেন।