পুজো মানেই কেবল দেবীর আরাধনা নয়। অষ্টমীর সকালে শাড়ি বা পঞ্জাবি পরে অঞ্জলি দেওয়া নয়। দুর্গাপুজোর গন্ধ বয়ে আনে আরও অনেক কিছুই। শিউলি ফুল, কাশফুল। বাদ যায় না ছাতিম ফুলের উগ্র গন্ধও। কিন্তু তিনের মধ্যে সেরা কে? কী জানালেন লাফটারসেন?
আরও পড়ুন: দীপাবলিতে রামায়ণের ঝলক দেখাতে আসছে সিংঘম এগেন! ধুন্ধুমার অ্যাকশন অজয় - দীপিকা - রণবীরদের
আরও পড়ুন: দেবীর আগমন আর জয়নগরের বালিকার বিদায়.... ডিজিটাল আর্টে মর্মস্পর্শী ছবি ফুটে উঠতেই ভাইরাল
লাফটারসেন নতুন ভিডিয়োতে কী বার্তা দিলেন?
লাফটারসেন এদিন শরৎকালের তিন ফুলের মধ্যে সেরা কে সেটা নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে শিউলি ফুল এবং ছাতিম ফুলের মধ্যে ধুন্ধুমার লেগেছে। শিউলি কখনও ছাতিমকে বলছে বিষাক্ত। ছাতিম আবার কখনও শিউলিকে বলছে, সে নাকি তাঁর রূপ গন্ধে সবাইকে ভুলিয়ে দেয়। ছাতিমের গন্ধ নিয়েও বিদ্রুপ করতে দেখা যায়। কিন্তু আসলে পুজোর গন্ধ কে বয়ে আনে? শেষ পর্যন্ত দেখা যায় পুজোর সেরা ফুল হিসেবে কাশফুলকে ডাকা হচ্ছে, স্মরণ করা হচ্ছে।
আরও পড়ুন: 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, 'ভুল জায়গায় জেগে উঠেছ...'
লাফটারসেনের এই ভিডিয়ো দেখে যারপরনাই মজা পেয়েছেন নেটিজেনরা। নিমেষে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার বার।
অনেকেই নানা রকমের মন্তব্য করেছেন। কেউ লেখেন, 'ফুলেদের লড়াই seriously? hatts off নিরঞ্জন দা, you just rocks! মানে hoichoi মনে হয় এত সিরিজ বানায় না যত খুঁটিনাটি বিষয় নিয়ে কন্টেন্ট তুমি বানাও সত্যিই তোমার কন্টেন্টগুলো নিয়ে hoichoi যদি সিরিজ বানায় না বা তুমি যদি সিরিজ বানাও না দেখবে একদিনে তুমি সুপারহিট হয়ে যাবে, জিও গুরু।' আরেকজন লেখেন, 'পদ্মফুল কোণে বসে কাঁদছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'বাপরে আরেকটা শুঁটকি কান্ড টাইপ প্যাঁচালো রহস্য রিলেশনশিপ।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'কেউ যদি কন্টেন্ট বানানো শিখতে চায় তাকে আপনার কাছে পাঠাতে হবে। বাবা গো । কটেন্ট এর বাপ।'