প্রেমের মাসেই নতুন অতিথি আসার খবর দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। কিছুদিন আগেই পিয়ার বেবিবাম্পের ছবিও প্রকাশ্যে এসেছে। বর্তমানে পাঁচমাসের অন্তঃসত্ত্বা পিয়া। তবে এফভিএফ এবং হইচই আয়োজিত 'গল্পের পার্বণ ১৪৩২' অনুষ্ঠানে হবু বাবা- মা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী হাজির ছিলেন। তাঁদের জীবনের এই নতুন অধ্যায় প্রসঙ্গে নানা কথা ভাগ করে নেন তারকা দম্পতি।
পরমব্রত জানান এই বছরটা তাঁর জন্য খুব বিশেষ। ২০২৫ শুরু থেকে বেশ ভালো কাটছে তাঁর। পর পর এতগুলো কাজ মুক্তি পেল, পাশাপাশি অভিনেতা এবং পরিচালক হিসেবে তাঁর বেশ কিছু নতুন কাজ আসতে চলেছে। তবে শুধু তাই নয় তিনি বাবাও হতে চলেছেন। সবটা মিলিয়ে আনন্দিত পরম বলেন, '২০২৫ যে ভাবে শুরু হয়েছে তাঁর জন্য সত্যি আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। সত্যি সত্যি নালিশ করার কোনও জায়গা নেই। আমাদের জীবনটাই এরকম কখনও ভালো যায় কখনও খারাপ যায়। দুটোকেই একই রকম ভাবে নিজের চলার পথে মিশিয়ে নিতে জানতে হয়। আমি খুবই আনন্দিত। আশেপাশে এত লাল (গল্পের পাবর্ণের রেড কার্পেটকে উদ্দেশ্য করে বলেন), আমার মাথাতেও লাল (অনুষ্ঠানে লাল পাগড়ি পড়ে হাজির হয়েছিলেন তিনি) সে রকম আমার গালগুলো ব্লাশ করে লাল হয়ে যায় এই প্রসঙ্গে কথা বলতে গেলে, আমি সত্যি খুবই আনন্দিত, উত্তেজিত। আমার সন্তান আগমনের অপেক্ষায় আছি।'
আরও পড়ুন: অফ শোল্ডার সাদা গাউন, কেন এমন সাজ? জবাব শুভশ্রীর! ফাঁস হল পরমের পাগড়ি-রহস্যও, কারা নজর কাড়ল গল্পের পার্বণে
অন্যদিকে, পিয়া জানান তাঁর শরীর ঠিকই আছে। তবে গল্পের প্রতি তাঁর ভীষণ আগ্রহ তাই এদিনের অনুষ্ঠানে নতুন গল্পের টানে তিনি এসেছেন। তবে সন্তান আসছে তাই মনে মনে অনেকটা উত্তেজনাও রয়েছে। সন্তান আসার আগে কীভাবে প্রস্তুত করছেন তিনি নিজেকে? এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে একরাশ হেসে তিনি বলেন, 'আমার প্রস্তুতি! ভালোই চলছে। আমি খুব খুশি, পাশাপাশি অনেকটা উত্তেজনাও কাজ করছে।'
তবে হবু বাবা পরম এদিন কেবল অতিথি হিসেবেই নিমন্ত্রিত ছিলেন না। তিনি ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক। সাদা পাঞ্জাবি সঙ্গে সাদা সুতো দিয়ে কাজ করা হাঁটুছোঁয়া জ্যাকেটে এদিনের অনুষ্ঠানে হাজির হন তিনি। তবে সবচেয়ে বেশি নজরকেড়ে ছিল পরমের মাথার পাগড়ি! রেড কার্পেটের সেই প্রসঙ্গে পরম জানান, সৃজিতের 'কিলবিল সোসাইটি’র জন্য তাঁর এই সাজ। এই ছবিতে তাঁকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। এটি ‘হেমলক সোসাইটি’র ফ্র্যাঞ্চাইজির ছবি। মঞ্চে উঠেই পরম জানান এই ছবির জন্য তাঁর চুলে একটা বিশেষত্ব রয়েছে, তা ঢাকতেই নায়কের এই সাজ।
আরও পড়ুন: এক বছরে ১৯টি সিনেমা! নজির গড়ে লিমকা বুক অফ রেকর্ডসে কোন বাঙালি তারকার নাম আছে জানেন?
সঞ্চালকের দায়িত্ব সামলাতে সামলাতেই অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাতে শুরু করেন পরমব্রত। তারপরই খুনসুটি করে দর্শকাসনে থাকা পিয়াকে উদ্দেশ করে বলে ওঠেন ‘দর্শকাসনে পিয়া চক্রবর্তীকে দেখতে পাচ্ছি। এখানে আসার জন্য তাঁকেও ধন্যবাদ। আমার বৌ পিয়া…।’ অভিনেতার কথায় সবাই হাসিতে ফেটে পড়েন। তবে সেখানে হাজির ছিলেন পিয়ার প্রাক্তন অনুপম রায়ও। যদিও এফভিএফর নতুন ছবির ঘোষনার সময় মঞ্চে একসঙ্গে দেখা যায় পরমব্রত ও অনুপমকে।