হাজার হাজার ভক্ত তাঁদের প্রিয় গায়ক ক্রিস মার্টিনের কনসার্ট দেখতে রবিবার মুম্বইয়ে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। তবে কেবল সাধারণ দর্শক নয়, মুম্বইয়ে কোল্ডপ্লের কনসার্টে বসেছিল চাঁদের হাট। সিনেমা ও সঙ্গীত জগতের অনেক তারকার পাশাপাশি নজর কেড়েছিলেন ক্রিকেটের মহারথী সচিন তেন্ডুলকরও। রবিবার সন্ধ্যায় তাঁকে তাঁর স্ত্রী অঞ্জলি এবং মেয়ে সারার সঙ্গে এই অনুষ্ঠানে দেখা যায়।
কোল্ডপ্লে কনসার্টে সচিনকে দেখা গিয়েছিল, তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁর তিনি স্ত্রী অঞ্জলি এবং মেয়ে সারা। তাঁদের সকলকে একসঙ্গে কনসার্টটি উপভোগ করতে দেখা গিয়েছে। তবে কনসার্টে প্রিয় ক্রিকেটারকে দেখে অবাক হয়েছিলেন অনেকেই। সচিনের বহু ভক্ত তাঁকে দেখে হাতও নাড়িয়ে ছিলেন। শুধু তাই নয় কনসার্টের মাঝেই অনেকে উত্তেজিত হয়ে তাঁর নাম ধরে চিৎকারও করেন। সেই ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: কোল্ডপ্লের কনসার্টে কেঁদে ভাসালেন শ্রেয়া ঘোষাল! পাশে থাকলেন ৭০ বছর বয়সী বাবা ও বর শিলাদিত্য
আরও পড়ুন: শুধু সইফের নয়, বোন সোহার বাড়িতেও এসেছিল ডাকাত! তখন কে রক্ষা করেছিল অভিনেত্রীকে?
প্রসঙ্গত, এই কনসার্ট চলাকালীন ক্রিস মার্টিন ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহকে সাউট আউটও দিয়েছিলেন। তিনি মজা করে বলেছিলেন, ‘দাঁড়ান, আমাদের শোটি শেষ করতে হবে, কারণ জসপ্রীত বুমরাহ ব্যাকস্টেজে এসে খেলতে চান।’