সারেগামাপা-২০২৪এ ছোটদের মধ্যে বিজয়ী হয়েছে কাঁথির অতনু মিশ্র। মাত্র ১২ বছরের খুদের গানে মুগ্ধ আপামর বাঙালি। দেশ-বিদেশের শ্রোতারাও ছোট্ট এই শিল্পীর গান শুনে মুগ্ধ। সারেগামাপা- শেষ হওয়ার পরও আজকাল প্রায় দিনই চর্চায় থাকে এই খুদে। এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের জন্য কাঁথির চৈত্র সেল ও বস্ত্র মেলা থেকে লাইভ করল এই খুদে শিল্পী।
ফেসবুকের পাতায় লাইভ ভিডিয়োতে লাল কাজ করা পাঞ্জাবি ও সাদা ধুতিতে দেখা যায় অতনু মিশ্রকে। মেলায় চাটমুড়ি, ঘুগনির দোকান থেকে জিলিপি, জামাকাপড়, পপকর্ন, খেলনা, কাচের বাসন, এমিটেশন জুয়েলারি, পাপোশ, চশমার দোকান সহ প্রায় গোটা মেলাটাই লাইভ করে ঘুরিয়ে দেখায় ছোট্ট শিল্পী। মেলায় ঘুরে বেড়ানোর সময় কেউ কেউ খুদে শিল্পীকে চিনতে পেরে তার সঙ্গে সেলফি তুলতেও হাজির হয়। আবার বন্দুক মেরে বেলুন ফাটানোর খেলাতেও সামিল হয় ছোট্ট অতনু। যদিও সে একটিমাত্র বেলুনই সঠিকভাবে ফাটাতে পেরেছে।
আরও পড়ুন-খেলা দেখছিল দিদি, হঠাৎ এসে জাপটে ধরে জ্বালাতন শুরু, দেখুন সারেগামাপা জয়ী অতনুর কাণ্ড…