জি বাংলা সারেগামাপা নিয়ে বিগত কয়েক দিন বেশ হুলুস্থুল চারদিকে। কারণ এই প্রথম সেমি ফাইনাল এপিসোড সম্প্রচার হতে না হতেই, বিজেতার নাম চলে এসেছে প্রকাশ্যে। সারেগামাা-রই একপ্রাক্তন প্রতিযোগী ফিনালে এপিসোড থেকে ফিরে, এমন কাণ্ডটা করে ফেলেন। যদিও বিজেতার নাম প্রকাশ না করারই সিদ্ধান্ত নিয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা।
এবার সামনে এল সারেগামাপা গ্র্যান্ড ফিনালের প্রথম প্রোমো। জানা গেল ২ মার্চ রবিবার হবে সারেগামাপা-র ফিনালে এপিসোডের সম্প্রচারের। শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। সঙ্গে অফিসিয়ালি সামনে আনা হল সেরা ১০-এ ওঠা প্রতিযোগীদের নামও। রাজারহাটের ডিআরআর স্টুডিয়োয় ‘গ্র্যান্ড ফিনালে’র শুটিং হয়েছে।
প্রথমে ঠিক হয়েছিল ৬জন আসবে ফাইনালে। বড়দের মধ্যে থেকে ৩জন,আর ছোটদের মধ্যে থেকে ৩জন। যদিও পরে, সেটা বিচরকরা সহমত অনুসারে ১০ করে দেওয়া হয়। ফাইনালে মুখোমুখি হবেন খুদেদের মধ্যে অতনু, ঐশি, সৃজিতা, অনীক। আর বড়দের থেকে নেওয়া হল ময়ূরী, দেয়াশিনী, সত্যজিৎ, আরাত্রিকা, সাঁই ও আরিয়ান। দুই বয়সের গ্রুপ থেকে দুজন বিজেতা হয়েছেন। নগদ অর্থ, সোনার গয়না-সহ সারেগামাপা ২০২৪-এর ট্রফি পাচ্ছেন তাঁরা।
আরও পড়ুন: এল মানালি-রাধিকার ‘দুগ্গামণি ও বাঘ মামা’র সম্প্রচারের সময়! টিআরপি কম, বন্ধ হচ্ছে এই মেগা?
সারেগামাপা-র ফাইনালে আসছেন আদনান সামি। জানা যাচ্ছে, এই বলিউডি গায়কের গলায় শোনা যাবে ‘তেরা চেহেরা’, ‘লিফ্ট করা দে’-র মতো গান। একেবারে পিয়ানো বাজিয়ে গান গাইবেন তিনি। গলা মেলাবেন প্রতিযোগীদের সঙ্গেও।
এছাড়াও ফাইনালে পারফর্ম করবেন বিচারকরাও। শান্তনু মৈত্র, কৌশিকী চক্রবর্তী, জাভেদ আলি, অন্তরা মৈত্র, ইমন, রাঘব, ইন্দ্রদীপ দাশগুপ্ত, জোজো-রাও গাইবেন শেষ দিনে।
আরও পড়ুন: শোভনের ডিভোর্স নিয়ে আদালতে সওয়াল মমতা অনুগামীর, রত্নার হাত ছাড়ল তৃণমূল? বৈশাখীকে বিয়ে এবার হল বলে
২০২৩ সালেও যুগ্ম বিজেতা পেয়েছিল সারেগামাপা। জিতেছিলেন পদ্মপলাশ হালদার ও অস্মিতা কর। দ্বিতীয় হয়েছেন অ্যালবার্ট কাবো এবং তৃতীয় স্থান অধিকার করেছেন সোনিয়া গজমের। অনেকেই সেইসময় ট্রোল শুরু করেন সোশ্যালে। কারণ, নেটপাড়ার বড় অংশ বিজেতা হিসেবে ভেবে রেখেছিল কাবো-কে। এমনকী, পদ্মপলাশকে ট্রফি দেওয়ায় উঠেছিল স্বজনপোষণের অভিযোগ। দাবি উঠেছিল, পণ্ডিত অজয় চক্রবর্তীর শ্রুতিনন্দনের ছাত্র হওয়ায় তাঁকে জিতিয়ে দেওয়া হয়েছে পক্ষপাতিত্ব করে।