বিকেলে স𒅌ংঘর্ষ বিরতি, এরপর রাতে জম্মুতে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালাতে শুরু করে পাকিস্তান। শনিবার ভারতের সীমান্তবর্তী ৯টি শহরে দেখা যায় পাক ড্রোন! এদিকে ফের পাকিস্তানের গুলির পাল্টা জবাব দিয়েছে ভারতও। এই সাময়িক যুদ্ধ বিরতির খবরে খুশি হয়েছিলেন অনেকেই। তবে পাকিস্তানের নির্লজ্জতায় গর্জে উঠলেন বাংলার বহু তারকা।
পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পর অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় লিখেছেন, ‘বিশ্ব মানচিত্র থেকে ওদের মুছে ফেলার সময় এসেছে এবং ওই🦩 দেশের নামকরণের করা হোক পাস্টস্তান (PASTstan)।’ (এখানে পাস্ট শব্দটি অতীত অর্থে ব্যবহার করা হয়েছে)। ভাস্বরের এই পোস্টই বলে দেয় তিনি পাকিস্তানের এই নির্লজ্জতায় ভীষণ ক্ষিপ্ত।
পাকিস্তানের এমন কাণ্ডকারখানায় বিরক্ত পরিচাল๊ক বিরসা দাশগুপ্ত। তিনি নিজের ফেসবুকের পাতায় লেখেন ‘SHAME’ (লজ্জা)। একই কথা লিখেছেন টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতিও। আর অভিনেতা-চিকিৎসক কিঞ্জল নন্দা লেখেন, ‘লজ্জা নেই এদের?’ এদিকে আবার প্রযোজক রানা সরকার লেখেন, ‘Escalate করে পালিয়ে 🍸গেলে হবে? Love & War- Pak বা না পাক-US or Ours.…খেলা তো সবে শুরু’।

প্রসঙ্গত, জানা যাচ্ছে, শনিবার রাত ৮টা নাগাদ জম্মুর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় শোনা যায় গুলির আওয়াজ। ঘটনায় ক্ষুব্ধ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন। এক্স (পূর্বে টুইটার)-এ লেখেন, 'যুদ্🅘ধবিরতির কী হল? গোটা শ্রীনগরে বিস্ফোরণের শব্দ পাচ্ছি।' এর꧙পর শ্রীনগরের ডাল লেকে নিভিয়ে দেওয়া হয় আলো। জম্মুর সীমান্ত বরাবর ১১টি জায়গায় হামলার খবর মেলে। তখন পাল্টা জবাব দেয় ভারত।
এদিকে এর আগে শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঘোষণা করেছিলেন, ‘আজ বিকেল ৫টা থেকে ভারত আর পাকিস্তান সবধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।’ এরপরেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি রাখার বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী। এস জয়শংকরﷺ বলেন, 'আজ ভারত এবং পাকিস্তান সামরিক অভিযান এবং গোলাগুলি বন্ধ করার বিষয়ে একটি বোঝাপড়ায় এসেছে।' এরপরেই তাঁর বার্তা, 'ভারত ধারাবাহিক ভাবে সন্তꦅ্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপসহীন অবস্থান নিয়ে এসেছে। এটি অব্যাহত থাকবে।'
যদিও পাকিস্তান শেষ প꧟র্যন্ত সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে বসে।