ভারতে বসে আরামে ব্যবসা করে যাচ্ছে আমাজন, ফ্লিপকার্টের মতো সংস্থাগুলি। কিন্তু তাদের সাইটেই জ্বলজ্বল করছে পাক পতাকা, পতাকা আ⛄ঁকা জার্সির মতো নানাবিধ জিনিস। এবার ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে এই ইস্যুতে কড়া বার্তা দিল ভারত। জারি করা হল একগুচ্ছ নিষেধাজ্ঞা। যা লঙ্ঘন করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে সংস্থাগুলিকে। এমনকি ব্যবসাও গোটাতে হতে পারে!
আরও পড়ুন - পুলিশ বিপদে পড়লে ডাক পড♍়ে তার! ২০০-র বেশি প্রাণ বাঁচিয়েছেন ‘ব্যাঙমানুষ’ আকাশ, কীভাবে 🤪জানেন?
সম্প্রতি সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির তরফে এই নোটিস জারি করা হয়েছে।🧸 পাকিস্তানের জাতীয় পতাকা ভারতে বিক্রি করা যাবে না, এই মর্মে নোটিস জারি করা হয়েছে। এমনকি জাতীয় পতাকার ছবি রয়েছে এমন জিনিস যেমন জার্সি ও অন্যান্য আসবাবপত্রও বিক্রি করা বন্ধ করতে হবে। কী কী নিষেধাজ্ঞা রয়েছে? দেখে নেওয়া যাক।
আরও পড়ুন - ঘুম⛦ের মধ্যে কথা বলেন? সারাদিন এসব করলেই কি বেশি 🌸করে হয়? জেনে নিন সত্যিটা
ই-কর্মাস প্ল্যাটফর্মগুলির জন্য একগুচ্ছ নিষেধাজ্ঞা
১. পাকিস্তানের জাতীয় পতাকা বিক্রি করা যাব🐼ে না। সাইটে বর্তমানে এমন🌺 কিছু লিস্টেড প্রোডাক্ট হিসেবে থাকলে সেগুলিকে ডিলিট করে দিতে হবে অবিলম্বে।
২. শুধু আমাজন ও ফ্লিপকার্ট নয়, 🐷এই নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে ইবে, উবাই ইন্ডিয়া, ইটসি, দ্য ফ্ল্যাগ কম্পানি ও দ্য ফ্ল্যাগ কর্পোরেশন।
৩. দেশের আইন মেনে চলার স্পষ্ট নির্দেশ দেওয়া হল প্রতিটি সংস্থাকে। নিয়ম না মানলে ক🦩ড়া ব্🅘যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
৪. পাক পতাꦜকা বেচা বা বেআইনি কোনও কাজ করলে কেন্দ্র বরদাস্ত করবে না♕ বলে জানিয়েছে এদিনের নোটিসে। বলা হয়েছে, উচিত পদক্ষেপ নেওয়া হবে সেক্ষেত্রে।
৫. ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী প্রহ্লাদ যোশী বুধবার রাত আটটা নাগাদ তাঁর এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন। সেখা⛄নে তিনি লেখেন,' পাকিস্তানি পতাকা এবং সংশ্লিষ্ট পণ্য বিক্রির বিষয়ে সিসিপিএ amazonIN, Flipkart, UbuyIndia, Etsy, দ্য ফ্ল্যাগ কোম্পানি এবং দ্য ফ্ল্যাগ কর্পোরেশনকে নোꦐটিশ জারি করেছে। এই ধরনের অসংবেদনশীলতা সহ্য করা হবে না।'
৬. সদ্য পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে এসেছে সশস্ত্র সংঘাতের আবহ। তারই মাঝে 🦂ভারতের মাটিতে পাক পতাকার বিক্রি ঘিরে কেন্দ্রের তরফে এই পর পর তাবড় ই-কমার্স প্♎ল্যাটফর্মের কাছে গেল কড়া বার্তা।
৭. কেন্দ্রীয় মন্ত্﷽রী আইনের কথা স্পষ্ট করে না বললেও এদিন ইকমার্সগুলিকে স্পষ্ট বার্তা দি🥃য়েছেন।
৮. প্রতিটি সংস্ﷺথার এক্স হ্যান্ডেলকে এই দিন মেনশন করে মন্ত্রীܫ প্রহ্লাদ যোশী এই পোস্ট করেন। জনসমক্ষেই এই বার্তা দেওয়া হয় তাদের।
৯. প্রসঙ্গত, ভারত-পাক উত্তেজনার চরম আবহেই এই সিদ্ধান্ত নেওয়া হল ক্রেতা ও উপভোক্তা দফতরের তরফে। অনলাইনে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বাড়ি বসে জিনিস কেনে। সেই প্রেক্ষাপটে এবার পাক পতাকা ইস্যুতে অনলাই🌃ন প্ল্যাটফর্মগুলিকে নোটিস ধরানো হল।