আর কিছুদিন পরই পয়লা বৈশাখ, আর বৈশাখ মানেই গরম কালের শুরু। গরম কাল মানে আম, জাম, লিচু, কাঁঠালের পাশাপাশি গরমের ছুটি। গরমের ছুটি পড়বে আর বাঙালি পাহাড়ে যাবে না তা তো হতে পারে না। বিশেষ করে দার্জিলিং। গরমের ছুটিতে বহু বাঙালি একটু মনোরম পরিবেশের জন্য পাহাড়ে ভিড় জমায়। বর্তমানে দার্জিলিং গিয়ে কোথায় কোথায় ভূরিভোজ করা যেতে পারে তা এতদিনে সকলেই ভালো ভাবে জেনে গিয়েছেন। কিন্তু কেবল সোয়েটার ছাড়া আর কী কী কেনাকাটা করা যায় তা কি জানেন? দেখে নিন।
দার্জিলিং টি: বিশ্বখ্যাত দার্জিলিং চায়ের প্যাকেট না কিনলে দার্জিলিং ভ্রমণ সম্পূর্ণ হবে না। এটা ভারতের প্রথম পণ্য যা জিআই ট্যাগ পেয়েছে। দার্জিলিং টি বিভিন্ন স্বাদে এবং রঙে পাওয়া যায়।
এই চা কেনার জন্য সেরা জায়গা হল টি এম্পোরিয়াম। এছাড়া স্থানীয় দোকান যেমন নাথমুলস টি অফ দার্জিলিং এবং গোল্ডেন টিপস টি কোজি রয়েছে। দার্জিলিং-এর এই জনপ্রিয় দোকানগুলি কালো থেকে সবুজ এমনকী সাদা রঙের চাও সরবরাহ করে থাকে। আপনার চা-প্রেমী বন্ধুদেরও এটা উপহার দিতে পারেন।
আরও পড়ুন: কোনও ঘটনায় কীভাবে রিয়্যাক্ট করেন আপনি? বলে দেবে এই একটি ছবি, সময় ৫ সেকেন্ড
তিব্বতি হস্তশিল্প: দার্জিলিংয়ে তিব্বতের প্রভাব প্রবল, যা এর স্থানীয় বাজারগুলিতেও স্পষ্টভাবে দেখা যায়। এটি সমৃদ্ধ সংস্কৃতির একটি অংশ, একে স্মৃতি হিসেবে বাড়িতে নিয়ে আসার জন্য এগুলি কিনতে পারেন। দার্জিলিংয়ে কিনতে পাওয়া সবচেয়ে জনপ্রিয় হস্তশিল্পের মধ্যে রয়েছে থাংকা, দেয়ালের ঝুলন্ত জিনিসপত্র, খোদাই করা কাঠের জিনিসপত্র, তিব্বতি কার্পেট, পশমের শাল, জ্যাকেট ইত্যাদি।
আরও পড়ুন: কলকাতারও বহু আগে বেহালার জন্ম? বেহুলার চোখের জলেই কি ইতিহাসের সূত্রপাত
হাতে বানানো গয়না: পাথরের তৈরি আংটি, চুড়ি এবং নেকলেসগুলি দেখতে পারেন। যা বিভিন্ন নকশা এবং শৈলীতে এই অঞ্চলের সংস্কৃতিকে তুলে ধরে। দার্জিলিং টয় ট্রেন রুটের পাশে অবস্থিত বাতাসিয়া লুপ মার্কেটে এই ধরনের নেকলেস, কানের দুল এবং ব্রেসলেট পাবেন।
গোর্খা ছুড়ি: গোর্খা ছুড়ি কিনতে পারেন, এটি আসলে নেপালি ছুড়ি। এই কুকরি গোর্খাদের মধ্যে একটি জনপ্রিয় হাতিয়ার এবং গর্বের প্রতীক। এটি দিয়ে ফল কাটা, দড়ি কাটার কাজ করতে পারেন। তাছাড়াও নিরাপত্তার জন্যও ব্যবহার করতে পারেন। দার্জিলিংয়ের সেরা গোর্খা ছুরি কেনার জায়গা হল চক বাজার এলাকা।
দার্জিলিং-সিকিমের মুখোশ: স্থানীয় লোককাহিনী থেকে প্রাপ্ত বিভিন্ন দেবতা এবং পৌরাণিক ব্যক্তিত্বের প্রতিনিধিত্বকারী রঙিন এবং নাটকীয় মুখোশগুলি দার্জিলিং থেকে কিনতে পারেন। সাধারণত সিকিম এবং দার্জিলিং উৎসবে ব্যবহৃত এই মুখোশগুলি দেয়াল সজ্জার জন্য ব্যবহার করতে পারেন। এগুলি স্থানীয় কারুশিল্পের দোকানে বা মল মার্কেটে বা ভুটিয়া মার্কেট পেতে পারেন।