হবু মায়ের সামান্য স্ট্রেসেও বিপদ হয় শিশুর, মনমেজাজ ফুরফুরে রাখতে কী করা উচিত? Updated: 01 May 2025, 03:04 PM IST Sanket Dhar এখনকার সময়ে স্ট্রেস যেন আমাদের নিত্য সঙ্গী। অফিসে, বাড়িতে, নানা সময়ে স্ট্রেস নিয়েই আমাদের ঘুম থেকে ওঠা ও ঘুমোতে যাওয়া। এই অবস্থায় যারা মা হতে চলেছেন, তাদের কিন্তু মনের অতিরিক্ত যত্ন নিতে হবে।