প্রজাতন্ত্র দিবস পার হলেই ২৭ জানুয়ারি , ২০২৫ থেকে উত্তরাখণ্ডে লাগু হচ্ছে অভিন্ন দেওয়ান বিধি। বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সচিব শৈলেন্দ্র বাগোলি একথা জানিয়েছেন। উল্লেখ্য, খুব শিগিরই দেরাদুনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। তার আগেই উত্তরাখণ্ডে এই অভিন্ন দেওয়ান বিধি বা ইউনিয়ন সিভিল কোড লাগু হবে বলে খবর।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সচিব শৈলেন্দ্র বাগোলি জানিয়েছেন, ২৭ জানুয়ারি উত্তরাখণ্ডের সচিবালয়ে দুপুর ১২.৩০ মিনিটে অভিন্ন দেওয়ান বিধির পোর্টাল চালু হবে। উল্লেখ্য, এই অভিন্ন দেওয়ান বিধি বলতে একটি সাধারণ আইনকে বোঝায়, যার মধ্যে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ক্ষেত্রে, যেকোনও ধর্মীয় বিশ্বাস ও উপজাতির জন্য কিছু আবশ্যিক নিয়মের বার্তা দেওয়া হচ্ছে। স্বাধীন ভারতে উত্তরাখণ্ডই প্রথম রাজ্য হতে চলেছে, যেখানে অভিন্ন দেওয়ান বিধি লাগু হবে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনের দৌড়ে ইউসিসির বাস্তবায়ন ছিল বিজেপির একটি প্রধান প্রতিশ্রুতি, যে ভোটপর্বে যে দলটি টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছে। এই অভিন্ন দেওয়ান বিধি লাগু সম্পর্কে পুষ্কর ধামি বলেছেন,' কাউকে টার্গেট করার প্রশ্নই আসে না। আমরা সবার জন্য অভিন্ন ব্যবস্থা করেছি।' তিনি এগিয়ে চলার বার্তা দিচ্ছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে পুষ্কর ধামি বলেন,'এগিয়ে চলতে গিয়ে, আমরা নিশ্চিত করব যে জনসংখ্যার ৫০ শতাংশ মহিলাদের আরও অধিকার এবং সুরক্ষা দেওয়া হবে। সেদিকে মুখ্য করেই এই আইনটি এগিয়েছে।' পুষ্কর সিং ধামি বলেন,' আমাদের রাজ্যে সবাই মিলেমিশে বসবাস করে। তাই, যখনই আমরা কিছু করি, আমরা মানুষের সাথে কথা বলি।'
( ট্রাম্প ২.০ টিমে আরও এক ইন্দো-আমেরিকান! কুশ দেশাই হচ্ছেন US প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি, কে তিনি?)
( R Day Guest:পিচ-প্রস্তুতি? সুবিয়ান্তোর ভারত সফরের আগে সিঙ্গাপুর-ইন্দোনেশিয়ার এক বাঙালি শিল্পপতির সঙ্গে মোদীর বৈঠক:Report)
( আজ রাতে মঙ্গল, শনি সহ ৬ গ্রহ বিরলভাবে একসঙ্গে! লাকি রাশি কারা? জ্যোতিষমতে ভাগ্যফল রইল)
( হেলা বাড়ি-কাণ্ডের মাঝেই ‘ইঁদুর বাড়ি ফেলে দেবে’ আতঙ্কে শহরের এক প্রান্তের বাসিন্দা! তাণ্ডবে অতিষ্ট ব্যক্তির ফোন মেয়রকে)
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন,' আমাদের কাছে তথ্য ছিল যে কিছু মাদ্রাসায় কিছু সন্দেহজনক ঘটে যাচ্ছিল, কিছু বাংলাদেশি এবং রোহিঙ্গা ছিল... যে কোনও মূল্যে দেবভূমিতে এই ধরনের জিনিসের অনুমতি দেওয়া উচিত নয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করে কিছু খুঁজে পেলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি।'