'মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিটি সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানায়।'পহেলগাঁও-কাণ্ডে ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানি সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে নির্বিচারে গুলি চালিয়ে খুন করা হয়েছে ২৬ জন নিরীহ ভারতীয়কে। তাদের মধ্যে ৩ জন পশ্চিমবঙ্গের বাসিন্দাও রয়েছেন। এই ঘটনায় গোটা দেশ যখন তোলপাড়, তখন ভারতের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের হামলার পরেই মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ খোঁজ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন তিনি। (আরও পড়ুন: '৩ দশক ধরে নোংরা কাজ করে আসছি', ব্রিটিশ মিডিয়াতে অকপট স্বীকারোক্তি পাক মন্ত্রীর)
আরও পড়ুন-পহেলগাঁওয়ে জঙ্গি হানায় হামাস যোগ? বিস্ফোরক তথ্য ইজরায়েলি রাষ্ট্রদূতের
এই আবহে পাক সাংবাদিকের ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেন, 'আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। আমি এই পরিস্থিতির বিষয়ে আর কিছু বলব না। প্রেসিডেন্ট এবং বিদেশ সচিব ইতিমধ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। আমি এই নিয়ে আর কোনও কথা বলব না।' পাশাপাশি পহেলগাঁও হামলা প্রসঙ্গে তিনি বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিদেশমন্ত্রী রুবিও ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিটি সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানায়।'তিনি বলেন, 'এই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা প্রার্থনা করি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং এই জঘন্য হামলার দোষীদের বিচারের আওতায় আনা হোক।'
আরও পড়ুন: পহেলগাঁও জঙ্গি হামলার পরে পাকিস্তানকে 'বাঁচানোর চেষ্টা'! গ্রেফতার বিধায়ক