Mohammedan SC vs Kidderpore SC: মাত্র ২১ দিনের প্রস্তুতি সেরে খিদিরপুর খেলতে নেমেছিল। তার উপরে পুরনো ছেলেদের নিয়েই দল গঠন করা হয়েছে। সেখানে মহামেডানের নতুন দল। সকলে এখনও দলের সঙ্গে মানিয়ে নিতেই পারেননি। যে কারণে মহমেডান প্লেয়ারদের মধ্যেও বোঝাপড়ার অভাব দেখা গিয়েছে।