Muizzu Approves Indian UPI in Maldives: বিরোধের আগুনে ছাই? এবার ভারতের UPI চালুর পথে মুইজ্জুর মলদ্বীপ Updated: 21 Oct 2024, 02:46 PM IST Abhijit Chowdhury রাজনৈতিক কারণে নিজের দেশে 'ভারত বিরোধী মুখ' হয়ে উঠেছিলেন। তবে দেশের ধুকতে থাকা অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করে তুলতে ভারতের শরণাপন্ন হয়েছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু। এই আবহে এবার নিজের দেশে ভারতের ইউপিআই ব্যবস্থা চালু করছেন তিনি।