এক মাসের রোমাঞ্চকর এবং তীব্র প্রতিযোগিতার পর, মর্যাদাপূর্ণ ডুরান্ড কাপ তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই প্রতিযোগিতার ১৩৩তম সংস্করণে, গ্র্যান্ড ফাইনালে মোহনবাগান এসজির সামনে দাঁড়িয়ে নর্থইস্ট ইউনাইটেড এফসি। ৩১ অগস্ট বিকাল ৫:৩০ মিনিটে কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে এই ফাইনাল। ভারত জুড়ে ফুটবল ভক্তরা এই ম্যাচের অধীর আগ্রহে অপেক্ষা করছে। সনি স্পোর্টস টেন 2 এসডি এবং এইচডি, সনি স্পোর্টস টেন 3 এসডি এবং এইচডি (হিন্দি) চ্যানেলগুলিতে ডুরান্ড কাপ ফাইনালের সমস্ত রোমাঞ্চকর অ্যাকশনটি দেখা যাবে।
বর্তমান চ্যাম্পিয়ন, মোহনবাগান এসজি, শনিবার চূড়ান্ত শোডাউনে তাদের শিরোপা রক্ষা করতে মাঠে নামবে। রেকর্ড ১৭ বারের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হিসাবে, তারা এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি ডুরান্ড কাপ শিরোপা জয়ী দল হিসাবে তাদের অবস্থান আরও মজবুত করতে চাইবে ১৮তম শিরোপা অর্জনের লক্ষ্যে রয়েছে তাদের।
আরও পড়ুন… Pickleball: ভারতে আসছেন আন্দ্রে আগাসি, তবে টেনিসের জন্য নয়!
ডুরান্ড কাপ ২০২৪ -এর ফাইনালে কারা মুখোমুখি হবে-
ডুরান্ড কাপ ২০২৪-এর ফাইনালে মোহনবাগান এসজির সামনে দাঁড়িয়ে নর্থইস্ট ইউনাইটেড এফসি
দুই দলের ডুরান্ড কাপ ২০২৪ -এর ফাইনালের জার্নি কেমন ছিল
পঞ্জাব এফসি এবং বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তাদের নকআউট ম্যাচগুলিতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে পেনাল্টি শুট আউটে জয়লাভ করে তারা। ফর্মে থাকা নর্থইস্ট দলের বিরুদ্ধেও তাদের কঠিন পরীক্ষা দিতে হবে। পুরো টুর্নামেন্ট জুড়েই তারা আক্রমণাত্মক ও আগ্রাসী ফুটবল খেলে। কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মিকে ২-০ এবং সেমিফাইনালে শিলং লাজংকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে তারা।
আরও পড়ুন… আমি প্রত্যেককে সম্মান করি কিন্তু… জানেন কার বিরুদ্ধে বল করতে ভয় পান জসপ্রীত বুমরাহ
গ্রুপ লিগে তিনটি ম্যাচে ১১টি গোল দিয়ে মাত্র একটি গোল হজম করে নর্থইস্ট ইউনাইটেড এফসি। ওডিশা এফসি-কে ৫-১-এ হারায় তারা। অন্যদিকে মোহনবাগান এসজি কাশ্মীরের ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে এক গোলে কষ্টার্জিত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ইন্ডিয়ান এয়ার ফোর্স দলকে ৬-০-য় হারায়।
ডুরান্ড কাপ ২০২৪ -এর ফাইনাল ম্যাচটি কোথায় খেলা হবে?
ডুরান্ড কাপ ২০২৪ -এর ফাইনাল ম্যাচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে খেলা হবে।
কখন শুরু হবে ডুরান্ড কাপ ২০২৪ -এর ফাইনাল ম্যাচ
শনিবার, ৩১ অগস্ট ভারতীয় সময়ে বিকেল ৫:৩০ মিনিটে ম্য়াচটি শুরু হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।