চার বছর পর ঘরের মাঠে কলকাতা ফুটবল লিগের ম্যাচ খেলতে চলেছে ইস্টবেঙ্গল। তাই আজকের ম্যাচটা লাল-হলুদ সমর্থকদের কাছে নেহাতই একটি ম্যাচ নয়, বরং ঘরে ফেরার গান। আর ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা যে সেই ঘরে ফেরার দিনটা স্মরণীয় করে রাখবেন, মশাল জ্বালাবেন, তা নিয়ে আত্মবিশ্বাসী লাল-হলুদ সমর্থকরা। তবে সেই আবেগের মধ্যে চোনা হতে কোনও কসুর ছাড়ছে না ইস্টার্ন রেলওয়ে। বড় দল ইস্টবেঙ্গলকে আটকে দিতে মরিয়া রেলের খেলোয়াড়রা। যে ম্যাচ দুপুর তিনটে থেকে শুরু হবে। ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে ‘inSportsTV’ অ্যাপে। আর লাইভ আপডেট, স্কোর দেখতে পাবেন ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র ব্লগে।
(ইস্টবেঙ্গল বনাম ইস্টার্ন রেলওয়ে ম্যাচের লাইভ দেখুন এখানে)
আরও পড়ুন: ভালো খেলার পরেও ইস্টবেঙ্গল রাখেনি, জেরি যোগ দিলেন পড়শি রাজ্যের ISL ক্লাবে
কীভাবে ইস্টবেঙ্গল বনাম ইস্টার্ন রেলওয়ে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখবেন?
১) সবার আগে স্মার্টফোনের ‘গুগল প্লে স্টোর’ (Google Play Store) অ্যাপে যান। ‘inSportsTV’ লিখে সার্চ করুন। ‘inSportsTV’ অ্যাপ ইনস্টল করে ফেলুন। ইনস্টল হয়ে যাওয়ার পর খুলে ফেলুন ওই অ্যাপ।
আরও পড়ুন: কামিন্সকে আটকাতে জোড়া ফলা ইস্টবেঙ্গলের, স্পেন, অস্ট্রেলিয়া থেকে আসছেন দুই বিদেশি
২) ‘inSportsTV’ অ্যাপে কি ইতিমধ্যে আপনার অ্যাকাউন্ট তৈরি করা আছে? যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে ভলো। চটপট নিজের ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখে 'Sign In' করে ফেলুন।
আর যদি ‘inSportsTV’ অ্যাপে আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে ইমেল বা ফেসবুকের মাধ্যমে লগইন করে ফেলুন। কয়েক মিনিটেই সেই কাজটা হয়ে যাবে। নিজের ইমেল আইডি এবং পাসওয়ার্ড লিখুন। তারপর 'Sign Up'-তে ক্লিক করুন। আপনার ইমেল আইডিতে কনফার্মেশন কোড আসবে। ওই ইমেলের মধ্যে একটি লিঙ্ক দেখতে পাবেন। ওই লিঙ্কে ক্লিক করে ফেলুন। আপনার স্মার্টফোনের ব্রাউজারে খুলে যাবে ‘inSportsTV’। ওটা খুলে গেলেই ‘inSportsTV’ অ্যাপে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
৩) অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর ম্যাচ দেখার জন্য টাকা দিতে হবে। ফোনের ব্রাউজার থেকে টাকা দিতে পারেন বা অ্যাপ থেকেও টাকা দিতে পারেন। নিজের পছন্দ মতো প্যাক (‘Season Pass’, ‘Team Season Pass’, ‘Big-3 Season Pass’ বা ‘Pay-per-view’) বেছে নিন। নিজের পছন্দসই প্যাকে ক্লিক করুন। নীচে ‘Buy’ অপশন দেখাবে। তাতে ক্লিক করুন। ‘Make Payment’-এ ক্লিক করতে হবে আপনাকে।
৪) এবার টাকা দিতে হবে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দিতে পারবেন। যেভাবে টাকা দিতে চান, সেই অপশন বেছে নিন। টাকা দিয়ে ফেলার প্রক্রিয়া সম্পন্ন হলেই ‘inSportsTV’ অ্যাপে সরাসরি ইস্টবেঙ্গল বনাম ইস্টার্ন রেলওয়ে ম্যাচ দেখতে পারবেন।
‘inSportsTV’ অ্যাপে বিভিন্ন প্যাকের খরচ
১) Season Pass (২০২৩ সালের কলকাতা লিগের সব ম্যাচ): ৫০০ টাকা।
২) Team Season Pass (কলকাতা লিগে কোনও নির্দিষ্ট দলের সব ম্যাচ): ২৫০ টাকা।
৩) Big-3 Season Pass (তিনটি বড় দলের সব ম্যাচ): ৪০০ টাকা।
৪) Pay-per-view (প্রতিটি ম্যাচ): ৫০ টাকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।