U2: মুম্বই কনসার্টে ভিড় জমালেন বলি সেলেবরা, হাজির রণবীর-দীপিকা, হৃত্বিকরা
থমবার ভারতের মাটির পারফর্ম করল আইরিশ রক ব্যান্ড U2। রবিবার মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বসেছিল এই অনুষ্ঠানের আসর। স্বচক্ষে বোনো, দ্য এজ, অ্যাডাম ক্লেটনদের পারফর্ম করতে দেখার লোভ সামলাতে পারলেন না বলি তারকারাও।U2 কনসার্টে প্রাক্তন পত্নী সুজান খানের সঙ্গেই হাজির হয়েছিলেন অভিনেতা হৃত্বিক রোশন। U2-র মুম্বই কনসার্টে পৌঁছেছিলেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোনও।ছিলেন মালাইকা আরোরা, নেহা ধুপিয়া, সোহা আলি খানরা।