ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে আন্দোলনরত মেডিক্যাল কলেজের পডুয়াদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন। ইতিমধ্যে এই আন্দোলনের পাশে দাঁড়িছেন কৌশিক সেন-সহ একাধিক বিশিষ্টজন। এবার পড়ুয়াদের আন্দোলনকে সমর্থণ করে টুইট করলেন অপর্ণা সেন। অহিংস আন্দোলনে ১৪৪ ধারা জারি হল কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন পরিচালক।টুইটে তিনি লিখেছেন, 'অনশনকারীদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে তৃণমূল সরকার! অহিংস আন্দোলনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করা হল কেন? সরকারের অনৈতিক আচরণের তীব্র প্রতিবাদ করছি!' এর আগে শাসকদের সমালোচনা করে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন। তিনি বলেন,'বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস বলেছিল ২২ ডিসেম্বর, কর্তৃপক্ষও বলেছিল ২২ একটি নির্বাচন হবে মেডিক্যাল কলেজে। কিন্তু নিজস্ব অ্যাসেসমেন্ট ওঁরা বুঝতে পারেন ২২ ডিসেম্বর নির্বাচন হলে তৃণমূল ছাত্র সংগঠন জিততে পারবে না। তারপর তারা সরে আসে। আপাতত নির্বাচন হতে দিচ্ছে না তারা। আমরা জানি এটি ভীষণ অগণতান্ত্রিক কাজ।'প্রসঙ্গত, ২২ ডিসেম্বর ছাত্র ভোট চেয়ে অনশন আন্দোলন করছেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। বৃহস্পতিবার অনশনকারী ডাক্তারি পড়ুয়াদের সমর্থণে প্রতীকী অনশনে বসে তাঁকে অভিভাবকরাও। একাধিকবার বৈঠকও হয়েছে ছাত্রদের সঙ্গে, কিন্তু কোন সমাধানসূত্র বের হয়নি। সূত্রের খবর, কলেজ কর্তৃপক্ষ নির্বাচনের দিন ঘোষণার জন্য স্বাস্থ্য দফতরের দিকে তাকিয়ে আছে।