বাংলা নিউজ > হাতে গরম > Viral Video: ‘জীবনের সেরা সিদ্ধান্ত…’ ভারত ভ্রমণ করে আর কী বললেন এই বিদেশিনী
‘জীবনের সেরা সিদ্ধান্ত’! হৃষিকেশ, গোয়া, মুম্বইসহ ভারতের ꧃বেশ কিছু স্থান ঘুরে বেড়ানোর পর এমনটাই উপলব্ধি এক ড্যানিশ তরুণীর। 🦋১০ মাস আগে নিজের দেশ ডেনমার্ক ছেড়ে ভারতে চলে আসেন অ্যাসট্রিড এসমেরালডা। তারপর ভারতের উত্তর থেকে দক্ষিণ নানা স্থানে ঘুরে বেড়ান। প্রত্যক্ষ করেন দেশের বহুবিধ বিচিত্র সংস্কৃতি। পাশাপাশি তার জার্নির অনেকটাই ক্যামেরাবন্দী করে ভিডিয়ো করেন। আপলোড করেন সোশ্যাল মিডিয়াতে। সেখানেই তিনি জানিয়েছেন তাঁর অভিজ্ঞতা।
আরও পড়ুন -মহাকাশে ১০ মিনিট কাটাতে হলে পকেট 𝔍থেকে কত খসাতে হবে? বলে দিলেন পপ গায়িকা কেটি
আস♏ট্রিডের কথায়, তাঁর সিদ্ধান্ত একেবারেই পরিকল্পিত ছিল না। হঠাৎ করেই ভারত আসার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর কথায়, এই সিদ্ধান্ত নিয়ে ভুল করেননি এখন বুঝতে পারছেন। প্রসঙ্গত, নেটিজনেরাও খুশি তাঁর এই সিদ্ধান্তে।