Viral News: কিছু দিন আগেই নেট পাড়ায় ভাইরাল হয়েছিল এক ডিজিটাল ক্রিয়েটারের ভিডিয়ো। প্রশান্ত নামের এই যুবক এআইকে জিজ্ঞেস বলছিলেন বিভিন্ন খাবারের নাম। তখনই ক্রোসার নাম ভুল বলেন তিনি। এআই🌸 সেটি বলে দিলে প্রশান্ত নিজের নাম শোনেন। মিম হিসেবে সেই ভিডিয়োই তুমুল ভাইরাল হয় নেট দুনিয়ায়। এমনকি শ্রেয়া ঘোষালসহ অনেকেই ওই নিয়ে ভিডিয়ো বানান। সম্প্রতি প্রশান্ত ক্রোসার কথা মাথায় রেখেই আরেক ক্রিয়েটর এক রেসিপি বানিয়ে ফেললেন।
আরও পড়ুন - Viral Video: হাঁটছে, চলছে, কথাও বলছে! এআই কাঠির ছোঁয়ায় জেগে উঠল পার্ল🌳েজি, আমূল কন্যারা
স্যান্ডউইচের মতো দেখতে এই রেসিপির নাম তিনি দিয়েছেন 𒀰প্রশান্ত দাবেলি যা আদতে ক্রোসার পেট কেটে তার মধ্যে পুর ভরে তৈরি। চাটনি দিয়ে খাওয়া যায় ভিডিয়ো ওই স্যান্ডউইচ। ভিডিয়োটি পোস্ট করার পর নেটিজেনদের অনেকেই পছন্দ করেছেন খাবারটি। তবে অনেকে আবার ততটা পছন্দ করেননি। তাদের কথায়, আসল খাবারটার স্বাদ নষ্ট হয়ে গেল।