Viral News: ব্যস্ত ছিলেন সন্তানদের দুধ খাওয়াতে। আচমকা পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল এক চিতাবাঘ। টুঁটি টিপে ধরে নিয়ে গেল মাকে। কিন্তু মা-ও দমে꧃ যাওয়ার পাত্র নয়। সে মরে গেল💎ে তার বাচ্চাদের কে দেখবে? কেই বা দুধ খাওয়াবে তাদের? তাই ওই অবস্থাতেই মরণপণ লড়াই করল মা সারমেয়টি। কোনওরকমে চিতাবাঘের মুখ থেকে প্রাণ বাঁচিয়ে ফিরল সে।
আরও পড়ুন - Viral Video: কেন হাসলেন? মলের কর্মচারী🍸র দিকে গরম কফি ছুঁড়লেন মারলেন তরুণী! ভাইরাল ভিডিয়🐬ো
সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত ভিডিয়োটি। ওয়ার্ল্ড ফর অল অ্যানিমাল কেয়🍬ারের ইনস্টা পেজ থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মা সারমেয়টির গলায় বেশ গভীর ক্ষত🍸 সৃষ্টি হয়েছে। কিন্তু এই অবস্থাতেও সে তাঁর বাচ্চাদের দুধ খাইয়ে যাচ্ছে। কুকুরটি এখন বিপদ থেকে মুক্ত নয়। তার সাহায্যে হাত বাড়ানোর অনুরোধ করেছে ওই পেজ। নেটিজেনদের অনেকেই পেজে পোস্ট করা সিসিটিভি ফুটেজ সহানুভূতি জানিয়েছেন। চোখে জল আনার মতো ভিডিয়ো দেখে অনেকেই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।