Science News: চালের দানার থেকেও ছোট পেসমেকার আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। এতটাই ছোট যে, একটি ইনজেকশন সিরিঞ্জের মুখেও অনায়াসে ঢুকে যাবে এই পেসমেকার। বিখ্যাত বিজ্ঞানবিষয়ক পত্রিকা নেচার জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র✅।
অন্যান্য পেসমেকারের থেকে আরও একটা বিষয়ে আলাদা এই পেসমেকার। গবেষকদের কথায়, এই পেসমেকার নন-ইনভেসিভলি দরকা𝕴র মতো স𒆙্থানে বসানো যাবে। অর্থাৎ কোনও কাটাছেঁড়ার দরকার পড়বে না। আবার বাজারচলতি পেসমেকারগুলির মতো এটি অকেজো করলে বের করার জন্য ফের কাটাছেঁড়াও করতে হবে না। কাজ শেষ হলে নিজে থেকেই গলে যাবে পেসমেকারটি।
আরও পড়ুন — দাদুর দেহভস্ম মুখে পুরে দিল নাতি! একরত্তির খাওয়া দেখে হেসে কুপোকাত নেটജপাড়া
নর্থওয়েস্টার্ন𓃲 ইউনিভার্সিটির গবেষকদের কথায় এটি বিশ্বের সবচেয়ে ছোট পেসমেকার। মূলত শিশুদের জন্য এই পেসমেকার তৈরি করা হয়েছে। যেসব শিশু জন্মগত হার্টের রোগ নিয়ে জন্মায়, তাদের জন্য এই পেসমেকার যুগান্তকারী আবিষ্কার বলেই মনে করছে বিꦡশেষজ্ঞমহল।