সানরাইজার্স হায়দরাবাদ (SRH)-এর পেসার হার্ষাল প্যাটেল ছিলেন শুক্রবার চেন্নাইয়ে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর ম্যাচে চেন্নাই সুপার কিংস (CSK)-এর বিরুদ্ধে জয়ের নায়ক।
তাঁর দুর্দান্ত বোলিং স্পেল—৪ উইকেট ২৮ রানে—CSK-কে ১৯.৫ ওভারে মাত্র ১৫৪ রানে গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। যা SRH-এর জন্য সহজ লক্ষ্যমাত্রা তৈরি করে দেয়।
এই অসাধারণ পারফরম্যান্সের জন্য হার্ষাল প্যাটেল ‘ম্যাচের সেরা খেলোয়াড়’ নির্বাচিত হন। তিনি গুরুত্বপূর্ণ ব্যাটারদের, যেমন স্যাম কারান, ফর্মে থাকা ডেওয়াল্ড ব্রেভিস, অধিনায়ক এমএস ধোনি ও নূর আহমেদকে আউট করেন।
ম্যাচ শেষে হার্ষাল বলেন, ‘খুবই আনন্দের জয়। গত ৩-৪-৫ ম্যাচ ধরে আমরা একই চেষ্টা করছিলাম, কিন্তু প্রতিটা ম্যাচেই কিছু না কিছু ঘাটতি ছিল। আজ যখন সবকিছু একসঙ্গে ঠিকঠাক হল এবং আমাদের সব ম্যাচ জেতা দরকার, তখন এই জয়টা ভীষণ তৃপ্তিদায়ক।’
ম্যাচের শুরু থেকেই তাঁর পরিকল্পনা ছিল স্পষ্ট। চেন্নাইয়ের এই পিচে যেহেতু বোলারদের সহায়তা ছিল, তিনি স্টাম্প লক্ষ্য করে হার্ড লেংথে বল করে গিয়েছেন। হার্ষাল ব্যাখ্যা করে বলেন, ‘খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলাম যে লেংথে বল করে স্টাম্পে রাখাটাই সবচেয়ে কার্যকর। ব্যাটারদের জন্য হরিজন্টাল ব্যাট শট মারা কঠিন ছিল। আমি চেয়েছিলাম তারা আমাকে স্কয়ার লেগ ও মিড উইকেটের উপর দিয়ে মারার চেষ্টা করুক।’
আরও পড়ুন … ভারতে PSL 2025-এর No Entry! কাশ্মীরের সন্ত্রাসী হামলার প্রতিবাদ, Fancode-এর বড় পদক্ষেপ
তিনি আরও বলেন, ‘ব্রেভিসকে লেংথেই বল করছিলাম। ওকে ওয়াইড বল করার পরিকল্পনা ছিল না। তবু যা চেয়েছিলাম, সেটাই হয়েছে, সেটাই ভালো লাগছে।’ তিনি আরও জানান, তাঁর পরিবার তাঁকে ক্রিকেটের ওঠানামার মাঝে মানসিকভাবে স্থির থাকতে সাহায্য করে। হারাষাল বলেন, ‘পরিবার পাশে থাকলে আমি ক্রিকেট থেকে কিছুটা দূরে থাকতে পারি, নিজেকে স্বাভাবিক রাখতে পারি। এটা আমাকে মনে করিয়ে দেয় যে, ক্রিকেটই জীবনের সব কিছু নয়।’
আরও পড়ুন …. ‘হার্দিক নির্লজ্জ, স্বার্থপর.., ও ভারতের ভালো নাগরিক নয়!’ ফের কেন সমালোচনার মুখে MI ক্যাপ্টেন?
ম্যাচ প্রসঙ্গে বলা যায়, সানরাইজার্স হায়দরাবাদ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ডেওয়াল্ড ব্রেভিস (২৫ বলে ৪২, এক চার ও চার ছয়) ও অয়ুষ মাত্রের (১৯ বলে ৩০, ছয়টি চার) দ্রুতগতির ইনিংস কিছুটা আশা জাগালেও, CSK নিয়মিত উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে যায়।
আরও পড়ুন …. অর্জুনের দায়িত্ব যদি যুবরাজ নেয় তাহলে বদলে যাবে সচিন পুত্রের কেরিয়ার- যোগরাজ সিং
SRH-এর হয়ে হার্ষাল প্যাটেল (৪/২৮) ছিলেন সেরা বোলার, এবং জয়দেব উনাদকাট (২/২১) ২.৫ ওভারে চমৎকার বল করেন। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে SRH শুরুতে কিছুটা সমস্যায় পড়ে, ১৩.৫ ওভারে ১০৬/৫ হয়ে যায়। তবে ইশান কিষান (৩৪ বলে ৪৪, পাঁচটি চার ও একটি ছয়) ও কামিন্দু মেন্ডিসের (২২ বলে অপরাজিত ৩২, তিনটি চার) ব্যাটে তারা আট বল বাকি থাকতেই ম্যাচটি পাঁচ উইকেটে জিতে যায়। CSK-এর হয়ে নূর আহমেদ (২/৪২) সবচেয়ে সফল বোলার ছিলেন।
এই জয়ের ফলে SRH পয়েন্ট তালিকায় আট নম্বরে উঠে এসেছে—তাদের ৯ ম্যাচে ৩টি জয় ও ৬টি হার, মোট ৬ পয়েন্ট। অন্যদিকে, CSK ৯ ম্যাচে মাত্র ২টি জয় ও ৭টি হার নিয়ে সবার নীচে রয়েছে, তাদের পয়েন্ট মাত্র ৪।