বাংলা নিউজ > ক্রিকেট > IIT Baba Trolled: পাকিস্তানই জিতবে বলে 'ভবিষ্যদ্বাণী' করেছিলেন, ভারত জিততেই ট্রোলের মুখে IIT বাবা
IIT Baba Trolled: চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে নাকি পরাজিত হবে ভারত। রবিবারের ম্যাচ নিয়ে এমনটাই ভবিষ্যদবাণী করেছিলেন ভাইরাল IIT বাবা। কিন্তু আদতে ফল হল উল্টোটা। পাকিস্তানকে গোহারা হারিয়ে জিতেছে ভারত (IND vs PAK match)। আর এই আবহেই শুরু হয়ে গিয়েছে IIT বাবার খোঁজ। ভারতের ম্যাচ নিয়ে ভবিষ্যদবাণী করে শুধু যে রোষের মুখে পড়েছেন IIT বাবা, তা নয়। এবার চরম ট্রোলেরও শিকার হতে হচ্ছে তাঁকে। ইতিমধ্যেই IIT বাবাকে নিয়ে নানারকম মিম ভাইরাল হতে শুরু করেছে।
আরও পড়ুন - ‘খুব ভালো বোলিং করেছো…’, দাঁড়িয়ে ভিডিয়োয় UAE-র নেট বোলাররের প্রশংসা করলেন বিরাট
ঠিক কী বলেছিলেন IIT বাবা
প্রসঙ্গত, মহাকুম্ভ মেলাতেই দেখা দিয়েছিলেন এই বাবা। সংবাদমাধ্যমে একের পর এক প্রকাশ্যে আসতে শুরু করে তাঁর কীর্তি। সমাজমাধ্যমেও চরম ভাইরাল হয়ে যানIIT পাশ বাবা। মহাকুম্ভ মেলাতেইএক সাক্ষাৎকারে তিনি ভারত-পাক ম্যাচ নিয়ে মুখ খোলেন। IIT বাবা বলেন, ‘আমি তোমাদের আগের থেকে বলছি, এবার ভারত জিতবে না।’ কিন্তু বিষয়টি শোনামাত্রই নেটিজেনরা ক্ষোভপ্রকাশ করেন। তাঁর এই ভবিষ্যদবাণী সফল না হোক, এমনটাই প্রার্থনা ছিল গোটা দেশের। তবে তিনি তাঁর বক্তব্যে অবিচল ছিলেন। পরবর্তীকালেও তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হয়। তিনি সেই একই উত্তর দেন। বলেন, ‘আমি যখন বলে দিয়েছি ভারত জিতবে না, তখন জিতবে না।’আরও পড়ুন - IND vs PAK: ‘আমি যখন বলেছি, ভারত জিতবে না, তখন জিতবেই না’, বড় দাবি IIT বাবা অভয় সিংয়ের