🧔 রবিবার কোটলায় দিল্লি ক্যাপিটালসকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। যদিও বড় রানের ইনিংস গড়া সত্ত্বেও সহজে আসেনি মুম্বইয়ের জয়। ১৯তম ওভারে দিল্লির তিন ব্যাটার পরপর ৩ বলে রান-আউ🗹ট না হলে ছবিটা অন্যরকম হতেও পারত।
অবশ্য শেষবেলায় দিল্লির ব্যাটিং ধসে পড়ার আগে ব্যাট হাতে চমক দেন করুণ নায়ার। ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ফর্মে থাকা করুণ নায়ারকে দিল্লি আইপিএল ২০২৫-এর মেগা নিলাম থেকে সস্তায় দলে নেয়। তবে এতদিন তাঁকে ব্যবহার করার প্রয়োজন মনে করেনিꦿ। শেষমেশ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পেয়েই ক্রিকেটপ্রেমীদের সম্মোহিত করেন নায়ার। যদিও তাঁর ধুমধাড়াক্কা হাফ-সেঞ্চুরি ব্যর্থ হয় দল ম্যাচ হারায়। শেষমেশ নায়ারকে নায়ক হওয়ার বদলে থেকে যেতে হয় ট্র্যাজিক হিরো হয়ে।
করুণ নায়ার মুম্বইয়ের বোলারদের উপর নির্মম আক্রমণ চালান। তিনি মাত্র ২২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পথে জসপ্রীত বুমরাহর মতো সুপারস্টার পেসারকেও নিস্তার দেননি। সব দেখে শুনে মা﷽থা গরম করে ফেলেন জসপ্রীত। তিনি একসময় কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন নায়ারের সঙ্গে। করুণকে মুম্বই দলনায়ক হার্দিক পান্ডিয়ার কাছে অভিযোগও জানাতে দেখা যায়।
তবে এই ঝামেলার মাঝে আলাদা করে চোখ টানেন রোহিত শর্মা। তাঁকে দূরে দাঁড়িয়ে রীতিমতো ঝামেলার মজা নিতে দেখা যায়। বুমরাহ-নায়ারের ঝামেলা সোশ্যাল মিডিয়ায় চর🌳্চা হয়ে ওঠে মুহূর্তে। তবে নেটিজেনদের আগ্র🐎হের বিষয় হয়ে ওঠে রোহিতের প্রতিক্রিয়া।
আরও পড়ুন:- শেষ ওভারে পরপর ৪টি ছক্কা, স্টইনিসের হাতে ব༺েধড়ক মার খেয়ে IPL-এ ল💮জ্জার নজির শামির
আসলে করুণ নায়ারের সঙ্গে জসপ্রীত বুমরাহর মাঝ পিচ😼ে হালকা ধাক্কাধাক্কি হয়। নায়ার দুঃখ প্রকাশও করেন। তবে বুমরাহ ছেড়ে দেবার পাত্র ছিলেন না। তিনি দু'কথা শুনিয়ে দেন করুণকে। যদিও নায়ারও পরে পালটা দেওয়ার সিদ্ধান্ত নেন। শেষে পরিস্থিতি শান্ত করতে আসরে নামতে হয় মুম্বই দলনায়ক হার্দিক পান্ডিয়াকে।
আরও পড়ুন:- ৫০ বলে ৪০ রান, আউট হয়েছেন ৫ বার, ২৭ কোꦚটির প্রাইস ট্যাগ ঋষভ পন্তের কাঁধে কি বড্ড ভারি?