ইংরেজি বলতে পারেন না বলে, বারবারই সোশাল মিডিয়ায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয় পাকিস্তান দলের অধিনায়ক🐼 মহম্মদ রিজওয়ানকে। তবে খেলতে গেলে নিশ্চয় ইংরেজি বলতে পারাটা কোনও যোগ্যতা হতে পারে না। যে ভালো ক্রিকেট খেলতে পারে, তাঁর হয়ে কথা ব্যাটই বলে সেকথা বলাই বাহুল্য। এবার নিজের ইংরেজি বলার ক্ষেত্রে অপারগতা নিয়েই মুখ খুললেন পাকিস্তানের এই অধিনায়ক।
আসলে পাকিস্তান সুপার লিগেরꦑ শুরুর আগেই রিজওয়ানের একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রিজওয়ান হিন্দি-ইংরেজি মিলিয়ে মিশিয়ে কিছু একটা বলছেন টিম মিটিংয়ে। যা একদমই বুঝতে পারছেন না নামিবিয়ার তারকা ক্রিকেটার ডেভিড উইজে, তাঁর মুখের হাবভাবই বলে দিচ্ছে রিজওয়ানের কথা সবই তাঁর মাথার ওপর থেকে যাচ্ছে।
🅰রিজওয়ানের ইংরেজির ভিডিয়ো সোশাল মিডিয়ায় অবশ্য বরাবরই বেশ ভাইরাল। কারণ পাকিস্তানের ক্রিকেটারদেরও টিম মিটিংয়ে রিজওয়ান ইংরেজিতে এমন ভাষণ দিয়েছিলেন, তা শুনে যারা ইংরেজি জানেন, তারাও প্রায় ভুলতে বসেছিলেন। পোস্ট ম্যাচ সাক্ষাৎকারের সময়ও তাই রিজওয়ান ভাঙা ভাঙা ইংরেজিতেই কথা বলে থাকেন।
অবশ্য পাকিস্তানের ক্রিকেটারদেরꦺ ইংরেজি বলতে না পারা কোনও নতুন বিষয় নয়। কারণ আগেকার শোয়েব আখতার, ইনজামাম উল হক, ওয়াসিক আক্রমরা অত্যন্ত ভালো ইংলিস বললেও এখনকার রিজওয়ান বা সরফরাজ আহমেদরা অতটা ভালো ইংরেজি বলতে পারেন না, যার ফলে আন্তর্জাতিক ইভেন্টে তাঁদের সাক্ষাৎকার দেওয়ার সময় সমস্যায় পড়তে হয়।
🎐নেটিজেনরা অবশ্য বলছে, পাকিস্তানের অধিনায়কের ব্যাট যদি চলত তাহলে তাঁকে ইংরেজিতে এত সমস্যার মধ্যে পড়ে ইংরেজিতে উত্তর দিতে হত না। কারণ তিনি সহজেই বলে দিতে পারতেন, তাঁর ব্যাটই তাঁর হয়ে কথা বলে। কিন্তু টানা ব্যক্তিগত এবং দলগত ব্যর্থতার কারণ বলতে গিয়ে এবং যুক্তি খাড়া করতে গিয়ে বারবারই রিজওয়ানকে লম্বা উত্তর দিতে হয়, যা তাঁকেই বিড়ম্বনায় ফেলে।
এবার এই পাকিস্তান সুপার লিগের ম্যাচের𓄧 আগে সাংবাদিক সম্মেলনে মহম্মদ রিজওয়ান অকপটেই নিজের ইংরেজি বলার ক্ষেত্রে সমস্যার কথা স্বীকার করে নিলেন। তিনি বললেন, ‘কে কি বলল, আমি তা নিয়ে ভাবি না। আমি একটা বিষয় মেনে চলি, তা হল আমি যা বলি সেটা নিজের মন থেকেই বলি। কারণ আমি সত্যিই ইংরেজি জানি না। আমার মাঝে মধ্যে আক্ষেপ হয় কারণ ইংরেজি বলার মতো শিক্ষা আমি অর্জন করতে পারিনি বলে। তবে পাকিস্তানের অধিনায়ক হয়েও ইংলিশ বলতে না পারার জন্য আমি একেবারেই লজ্জিত বোধ করি না ’।
রিজওয়ান আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেট༺ দল আমার থেকে ক্রিকেট খেলাটাই চায়। আমার একটা আক্ষেপ রয়ে গেছে যে আমি আমার পড়াশোনা শেষ করতে পারিনি, তাই আমি এই ভাষায় কথা বলতে এতো অসুবিধার মধ্যে পড়ি। পাকিস্তান যদি আমার থেকে ক্রিকেটের বদলে ইংরেজি চায়, তাহলে আমি ক্রিকেট ছেড়ে প্রফেসর হয়ে যেতেও রাজি, তবে আমার কাছে অত সময় নেই ’।
এরপরই কিছু প্রাক্তনীকে খোঁচা দেন রিজওয়ান। দলের খারাপ পারফরমেন্সে তাঁরা শুধুই মুখে বড় বড় জ্ঞান দেন, কিন্তু আসল সময় কোনও পরামর্শই তাঁরা দেননা, বলছেন রিজওয়ান। পাক অধিনায়কের👍 কথায়, ‘কেউ যদি দলের খারাপ পারফরমেন্সের সমাচোলনা করতে চায়, তাহলে করতেই পারে। কিন্তু সঙ্গে পরামর্শও তো দিতে হবে দলের ভালোর জন্য। সম্প্রতি ওয়াসিম আক্রম আমাদেক পরামর্শ দিয়েছিল, আমিও তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু আমাদের হাতে তখন অত সময় ছিল না’।