💎 Abhishek Sharma century celebration: আইপিএল ২০২৫-এর প্রথম পাঁচটি ম্যাচে অভিষেক শর্মার ব্যাট একেবারেই নিরব ছিল। তবে এবার তিনি দুর্দান্ত ভঙ্গিতে ফর্মে ফিরে এসেছেন এবং আইপিএলের ইতিহাসে একজন ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছেন।
🎃অভিষক শর্মা মাত্র ৪০ বলে শতরান পূর্ণ করেন। শুধুমাত্র ইউসুফ পাঠান তাঁর আগে রয়েছেন। ২০১০ সালের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেছিলেন ইউসুফ পাঠান। অভিষেকের এই দুরন্ত ইনিংস সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে এবং দলকে বড় লক্ষ্য তাড়া করতে নেমে বড় ভূমিকা পালন করেছেন।
෴এই শতরান করার পরে পকেট থেকে একটি কাগজ বের করেন অভিষেক শর্মা। সেই কাগজে লেখা ছিল এই ইনিংসটি অরেঞ্জ আর্মির জন্য। অর্থাৎ নিজের এই শতরানের ইনিংসটি দলের ভক্তদের উৎসর্গ করেন অভিষেক শর্মা।
ꦰসানরাইজার্স হায়দরাবাদের ওপেনিং ব্যাটার অভিষেক শর্মা রবিবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে এক বিধ্বংসী ইনিংস খেলে তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। বাঁ-হাতি এই ব্যাটার মাত্র ৪০ বলে শতরান সম্পূর্ণ করেন সানরাইজার্স হায়দরাবাদের ২৪৬ রানের বিশাল লক্ষ্যে রান তাড়া করার সময়, ম্যাচের ১৩তম ওভারে।
আরও পড়ুন … ꦛলাল নয়, RR বিরুদ্ধে সবুজ জার্সি পরে মাঠে নামবে কোহলির RCB! জেনে নিন এর আসল কারণ
🎶তিনি এই ঐতিহাসিক মাইলফলকটি স্পিনার যুজবেন্দ্র চাহালের বলেই পূর্ণ করেন। সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই উপ্পলের গোটা গ্যালারি আনন্দে ফেটে পড়ে এবং অভিষেককে স্ট্যান্ডিং ওভেশন দেয়।
আরও পড়ুন … ❀ভিডিয়ো: নতুন প্রেমিকা সোফি শাইনের সঙ্গে মজার রিল বানালেন শিখর ধাওয়ান! গুজবের আগুনে পড়ল বিতর্কের ঘি
💧সেঞ্চুরি পূর্ণ করার পর অভিষেক শর্মা একটি সাদা কাগজের টুকরো দেখান এবং সেটি গ্যালারির দিকে উঁচিয়ে ধরেন। ক্যামেরা যখন সেই কাগজটির উপর জুম করে, তখন দেখা যায় তাতে লেখা ছিল, ‘This one is for the Orange Army’ অর্থাৎ ‘এটা অরেঞ্জ আর্মির জন্য।’ উল্লেখ্য, "Orange Army" হল সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকদের উপাধি বা ডাকনাম।
বড় রেকর্ড গড়লেন অভিষেক শর্মা-
ꦿআইপিএল ইতিহাসে একজন ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন অভিষেক শর্মার দখলে এসেছে। এর আগে এই রেকর্ড ছিল কেএল রাহুলের, যিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অপরাজিত ১৩২ রান করেছিলেন।
ꦿতবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে অভিষেক শর্মা অসাধারণ পারফরম্যান্স করে, একাধিক রেকর্ড ভেঙে আইপিএলে একজন ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলার গৌরব অর্জন করেন। এই ঐতিহাসিক ইনিংসের মাধ্যমে তিনি আইপিএলের ইতিহাসে নিজের নাম সোনার অক্ষরে লেখান।