ﷺএকটা সময় বলিউডের বহু ছবিতে গান আতিফ আসলামের গান শোনা যেত। পাকিস্তানী সঙ্গীত শিল্পী হলেও ভারতে তাঁর অনুরাগীর সংখ্যা নেহার কম নয়। একটা সময় ভারতের নানা প্রান্তে চুটিয়ে কনসার্ট করতেন আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খানের মতো পাক-শিল্পীরা। তবে সেই রাস্তাও এখন বন্ধ। আর এর মাঝেই লন্ডনের রাস্তায় গিটার হাতে গান গাইতে দেখা গেল আতিফ আসলামকে।
ꩵপুলওয়ামা কাণ্ডে পর বদলে যায় পাক-শিল্পীদের সঙ্গে ভারতের সমীকরণ। এই ঘটনার পর থেকেই বি-টাউন তথা ভারতে বিনোদন দুনিয়ায় পাকিস্তানী শিল্পীদের নিষিদ্ধ করা হয় সিনে সংগঠনের পক্ষ থেকে। তবে সুপ্রীম কোর্টের রায়ে সেই জট খানিক কাটালেও, এর পর থেকে আর সেভাবে কোনও পাক শিল্পীদের ভারতের বিনোদন মাধ্যমে সেই ভাবে কাজ করতে দেখা যায়নি। ভারতের বিকল্প হিসেবে কনসার্টের জন্য তাঁদের মধ্যে অনেকেই বেছে নিয়েছেন বাংলাদেশকে। কিন্তু এবার আতিফ আসলামকে লন্ডনের রাস্তায় গিটার হাতে গান গাইতে দেখা গেল।
আরও পড়ুন: 🐲ডিভোর্স হতে না হতেই ওমের প্রেমে পড়লেন প্রিয়াঙ্কা! পাহাড়ে একান্তে জমল প্রেম
ꦐতাঁর মতো এত জনপ্রিয় একজন শিল্পীকে এই ভাবে রাস্তায় গান গাইতে দেখে পথচলতি অনেকেই বেশ অবাক হন, তবে লন্ডনের মতো জায়গায় এই দৃশ্য আবার এতটাও অবাক করা নয়। তবে প্রিয় শিল্পীকে এত কাছ থেকে দেখে তাঁর সেই গান গাওয়ার মুহূর্ত মুঠোফোনে ক্যামেরাবন্দি করতেও ভোলেনি অনেকে। আর সেই সব ভিডিয়ো এখন সমাজমাধ্যমের পাতায় ভাইরালও।
ౠভিডিয়োয় দেখা গিয়েছে আতিফ লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে একমনে গান গেয়ে চলেছেন। তাঁকে ঘিরে একরাশ উৎসাহী জনতা। তাঁদের মধ্যে কেউ কেউ আবার গায়কের গান গাওয়ার মুহূর্ত ফোনবন্দি করছেন, আবার কারও কারও এই সব নিয়ে কোনও মাথা ব্যথা নেই তাঁরা ডুব দিয়েছেন গায়কের গানের সুরে।
আরও পড়ুন: 💝'মানুষের মন জয় করার মতো শো…', ওগো বধূ সুন্দরী-র পর আর কি ফিরবেন ছোট পর্দায়, জবাব ঋতাভরীর
⛎তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই এই প্রসঙ্গে মন্তব্য করছেন যে, ‘পাকিস্তানে কি এতটাই খারাপ অবস্থা, কোনও শো বা কনসার্ট নেই, যে শিল্পীদের রাস্তায় গান দাঁড়িয়ে গান করতে হচ্ছে?’ যদিও অনেকেই আবার আতিফকে সামনে থেকে দেখতে পেরে তাঁর গান শুনতে পেরে দারুণ খুশি। যেন তাঁদের অনেক দিনের স্বপ্নপূরণ হয়েছে। সবমিলিয়ে লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে আতিফের গান এখন নেটপাড়ার অন্যতম চর্চার বিষয়।
🅘এই মাসের শুরুতে, আতিফ আসলাম দুবাইতে একটি লাইভ কনসার্টে শাহরুখ খান, মণীষ কৈরালা এবং প্রীতি জীন্টার ১৯৯৮ সালের ছবি ‘দিল সে' থেকে ‘দিল সে রে’ গানটি গেয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। পরে গায়ক তাঁর ইনস্টাগ্রামে সেই ভিডিয়োটি শেয়ারও করে নিয়েছিলেন।