Chitrangda Singh: গলফার স্বামীর সঙ্গে বিচ্ছেদ, এখন সন্তানের দায়িত্ব সামলানো কতটা কঠিন? উত্তর দিলেন চিত্রাঙ্গদা
1 মিনিটে পড়ুন Updated: 20 May 2023, 11:46 AM ISTচিত্রাঙ্গদা বলেন, ‘সত্যি বলতে আমরা কেউই একা অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করছি না। আমরা দুজনেই নিজেদের মতো করে দায়িত্ব পালন করি, নিজরাই প্রয়োজন বুঝে সেই দায়িত্ব পালন করি। দুজনেই ছেলের পাশি আছে। কেউই একা কোনও দায়িত্ব পালন করছি না।’
চিত্রাঙ্গদা ও জ্যোতি