আগামী শনিবার দিদি নম্বর ওয়ানে খেলতে আসছেন ছোট পর্দার অতি পরিচিত মুখেরা। থাকবেন চাঁদনি সাহা, দিয়া চক্রবর্তী প্রমুখ। আর সেখানেই মশলা চেন💎ার খেলায় এটা কী ঘটালেন চাঁদনি!
আরও পড়ুন: পুলিশের ডিউটি সামলে স্বপ্নপূরণে🦄র পথে অবিচল সায়ন্তী! মন জিততে পারলেন মিঠুন-শুভশ্রীদের?
আরও পড়ুন: দিদি নম্বর ওয়ানে আসছেন সারেগামাপা বিজয়ী দেয়াশিনী! প্রতিযোগী না অতিথি হয়ে ধরা দেবে꧃ন দিদির মঞ্চে?
কী ঘটেছে?
জি বাংলার তরফে এদিন একটি বিশেষ পর্বের প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে আগামী শনিবার ছোট পর্দার আর জনপ্রিয় অভিনেত্রী খেলতে আসবেন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দিদি নম্বর ওয়ানের মঞ্চেই বসবে ক্রিকেট খেলার আসর। রচনাকে দেখা যাবে ব্যাট করতে। ফিল্ডিংয়ের দায়িত্বে থাকবেন দিয়া, রোশনিরা। আর এরপরই মিলল চমক। প্রথম পর্বে খেলা হিসেবে থাকবে মশলা চ👍েনা। সেখানেই গোল পাকাবেন চাঁদনি সাহা।
আরও পড়ুন: সমাজে 'ছা♏প' ফেলে 'ট্রেন্ড সেট' করছেন কাঞ্চন-শ্রীময়ী! নিজেদের কী বলে দাবি ❀করলেন তৃণমূল বিধায়ক?
চাঁদনিকে এদিন রচনা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেন, 'চাঁদনি রান্নাবান্না শিখছিস?' জবাবে অভিনে💎ত্রী জানান, 'চিকেন রেজালা দারুণ বানাই। মাটনও পারি।' এরপরই তাঁকে মশলা চেনার খেলায় ডাকেন সঞ্চালিকা। সেখানে গিয়ে তাঁকে একটি মশলা দেখিয়ে জানতে চান সেটা কী? জবাবে বলেন🌠, 'এইটাই তো প্রথমে মনে পড়ছে না।' তারপর রচনাকে গোলমরিচ দেখিয়ে সেটা কি জানতে চাইতে দেখা যায়। জবাবে চাঁদনি সেটাকে 'গোটা জিরে' বলায় হেসে গড়িয়ে পড়েন সকলেই। রচনা তাঁর মশলা চেনার দৌড় দেখে শেষ পর্যন্ত বলেন, 'কত কিছু বলল সব মিথ্যা।' সঞ্চালিকার কথায় হাসতে থাকেন খোদ চাঁদনিও।
প্রসঙ্গত আগামী শনিবার ৫ এপ্র🔯িল এই বিশ♚েষ পর্ব সম্প্রচারিত হবে। দেখা যাবে বিকেল সাড়ে ৪ টে থেকে। এদিন চাঁদনি সাহা ছাড়াও থাকবেন দিয়া চক্রবর্তী, নবনীতা মালাকার, রোশনি ভট্টাচার্য সেন।
আরও পড়ুন: জেতা হয়নি💙 ইন্ডিয়ান 🔯আইডল, এবার নতুন ভূমিকায় মিশমি, কোন নতুন পথ চলা শুরু করলেন?
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান সানডে ধামাকা প্রতি রবিব🌠ার রাত সাড়ে আট👍টা থেকে সম্প্রচারিত হয়। এটি জি বাংলায় দেখা যায়। এটা বাংলার অন্যতম দীর্ঘ সময় ধরে চলা রিয়েলিটি শো।