বাংলা নিউজ > বায়োস্কোপ > Jaat Contro: ‘জাট’ নিয়ে আইনি বিপাকে, সানি দেওল, রণদীপ হুদা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের হল FIR
মুক্তির পর থেকেই বিতর্কে রয়েছে সানি দেওল ও রণদীপ হুদা অভিনীত 'জাট'। এই ছবি তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, এই অভিযোগে সম্প্রতি বিক্ষোভ দেখায় ক্রিশ্চাম ধর্মালম্বীদের একটি সংগঠন। আর এবার তাঁরা নিলেন বড় পদক্ষেপ। বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের জলন্ধরের পুলিশ বলিউড অভিনেতা সানি দেওল এবং রণদীপ হুডা, অভিন♛েতা বিনীত কুমার, পরিচালক গোপীচাঁদ এবং প্রযোজক নবীন মালিনেনির ♕বিরুদ্ধে FIR দায়ের করেছে।
বিস্তারিত আসছি…
বায়োস্কোপ খবর