‘বদ্রীনাথ ধামের কাছে আমার নামে একটি মন্দিরের নামকরণ করা হয়েছে এবং ভক্তরা সেখানে প্রার্থনা করেন…’, কদিন আগেই এহেন মন্তব্য করেন উর্বশী রাওতেলা। জানান, ‘বদ্রিনাথ যাত্রা পথে, আসল মন্দির থেকে ১ ঘণ্টা দূরে’ই এই উর্বশী মন্দির। যা নি♔য়ে রীতিমতো তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। এবার রাওতেলার বক্তব্যের তীব্র নিন্দা করছেন তীর্থযাত্র🍒ী পুরোহিত সম্প্রদায়।
অভিনেত্রী রাওতেলার এই ☂বিতর্কিত মন্তব্য সোশ্যা🍎ল মিডিয়ায় ছড়াতেই নানা কটাক্ষ আসতে থাকে। এবারমুখ খুলল উত্তরাখণ্ড চারধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েত (Uttarakhand Char Dham Tirth Purohit Mahapanchayat)। এটি হল চারধাম তীর্থের পুরোহিতদের একটি সংগঠন। বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী, এই চারটি ধাম ও তাঁর সঙ্গে জড়িত অন্যান্য মন্দিরগুলোর একটি সংগঠন।
আরও পড়ুন: ‘মেয়ে তো বলে, মিস করে না বাবাকে…’, বলে꧟ছিলেন বরখা! এবার মীরার সঙ্গে ছবি দিয়ে কী লিখল𒈔েন ইন্দ্রনীল
মহাপঞ্চায়েত হুঁশিয়ারি দিয়েছে যে, উর্বশী তাঁর বয়ান প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হবে। অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে আর্জি জানিয়ে🍒ছে মহাপঞ্চায়েত।
আরও পড়ুন: বুকে ব্যথা, শ্বাসকষ্ট! হাসপাতালে সৃজিত মুখোপাধ্⛄𒅌যায়, এখন কেমন আছেন?
উত্তরাখণ্ড চারধাম তীর্থ মহা পঞ্চায়েতের মুখপাত্র অনুরুদ্ধ প্রসাদ উনিয়াল এক বিবৃতিতে বলেছেন, এটা অত্যন্ত দুঃখজনক🐭 যে কিছু লোক সস্তা প্রচার পাওয়ার জন্য এই জাতীয় মন্তব্য করছে। এতে জনগণের কাছে ভুল বার্তা দিচ্ছে।
আরও পড়ুন: ‘নিজের 🍌সুখের জন্য হানির অধিকার…’! জাভেদকে ২য় বিয়ে করা প্রসঙ্গে মুখ খুললেন শাবানা
উর্বশী এই পডকাস্টে আরও জানান যে, দক্ষিণ ভারতীয় ছবিতে কাℱজ করছেন যেহেতু, তাই তিনি চান যে, দক্ষিণ ভারতেও তাঁর নামে একটি ম🗹ন্দির তৈরি হোক।
এদিকে বিতর্ক বাড়তেই মেয়ের হয়ে আসরে নেমেছেন উর্বশীর মা মীরা রাওতেলা। দাবি করেছেন, ওই সাক্ষাৎকারে উর্বশী বলতে চাইছেনౠ, বদ্রীনাথে স্বর্গের অপ্সরা উর্বশীর মন্দির রয়েছে। আর অভ🐎িনেত্রী, দক্ষিণী ছবিতে এমন কিছু করতে সক্ষম হতে চান, যাতে সেখানে তার নামে একটি মন্দির নির্মিত হয়।