তারকাদের নাম দিয়ে পরীক্ষার ফর্ম ফিলাপ করা, আধার কার্ড বা ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন, এরকম কত কাণ্ডই না ঘটে হমেশা। তবে হঠাৎ করে কেউ এসে দাবি করবে, এই তারকাই তাঁর মা, এমন হয়তো সত্যিই বিরল। তবে এরকমটাই হয়েছিল রাই-সুন্দরীর সঙ্গে।
২০১৮ সালে অন্ধ্রপ্রদেশের এক তরুণ, নাম আদিরেড্ডি সন্দীপ কুমার দাবি করে বসেন যে, ঐশ্বর্য রাই তার মা। ১৯৮৮ সালে লন্ডনে নাকি আইভিএফের মাধ্যমে তাঁর জন্ম দেন অভিনেত্রী। ১৯৯৪ সালেমিস ওয়ার্ল্ড জেতার প্রায় ৬ বছর আগে। তখন ঐশ্বর্যর বয়স মাত্র ১৫।
আরও পড়ুন: ফিরছে ইষ্টি কুটুমের ‘বাহামণি’ রণিতা দাস, কোন সিরিয়ালে আসছেন, কেই বা হচ্ছে নায়ক?
সংবাদমাধ্যমের কাছে এই ছেলে দাবি করে বসেন, ‘আমার মা ঐশ্বর্য রাই বচ্চনের বাবা-মা বৃন্দা রাই এবং কৃষ্ণরাজ রাইয়ের কাছেই ছিলাম আমি জন্মের পর ২ বছর। তারপর ৩ বছর বয়সে আমাকে পাঠানো হয়েছিল ছোদাভরম গ্রামে। ২০১৭ সালে আমার দাদু কৃষ্ণরাজ মারা গিয়েছিলেন। আমার বয়স ২৭ বছর হওয়া অবধি আমি সেই গ্রামেই বড় হয়েছিলাম।’
আরও পড়ুন: হাতে মেহেন্দি, পায়ে আলতা, বাজল সানাই! বিয়ে ইউটিউবার মুকুল জানার, পাত্রী কে জানেন?
আদিরেড্ডির আরও দাবি ছিল যে, ঐশ্বর্যর সন্তান হওয়ার সব প্রমাণই নাকি নষ্ট করে ফেলেছে তাঁর আত্মীয়রা। এমনকী, সে নিজেকে সঙ্গীত পরিচালক এআর রহমানের অনুগামী বলেও বর্ণনা করেছিল।
আরও পড়ুন: মুখ তো না পান্তুয়া! দুই বাচ্চার মা এই বলিউড নায়িকা ডেট করেন ২ ক্রিকেটারকে, একজন এখন…, কে বলুন তো?
মজার বিষয় হল, পরে জানা যায় যে কুমার অন্ধ্রপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন (এপিএসআরটিসি) এর একজন বাস কন্ডাক্টরের ছেলে। লেখাপড়ায় তুখোড়। কিন্তু মদ্যপ। আর মদ খেয়ে এরকমই ভুলভাল কাজ সে করে থাকে। যদিও এসব বিতর্কে মোটেও পাত্তা দেয়নি রাই সুন্দরী। ততদিনে তাঁর সুখের সংসার বচ্চন পরিবারে। আরাধ্যার মতো ফুটফুটে মেয়ের মা। কেরিয়ারের গাড়িও চলছে তড়তড়িয়ে।
কাজের সূত্রে, ঐশ্বর্য রাইকে সর্বশেষ দেখা গিয়েছে পোন্নিয়িন সেলভান ২-এ, যা ২০২২ সালের মুক্তিপ্রাপ্ত পেন্নিয়ান সেলভানের সিক্যুয়েল ছিল।