Viral Video: সকাল সকাল পুকুরধারে বেশ জটলা। পুকুরের মধ্যে হাঁড়ি নিয়ে নেমে গিয়েছেন এক ব্যক্তি। হাঁড়ির তলা থেকে বেরিয়ে এসেছে একটি পাইপ। পাইপের মুখে দাউদাউ করে জ্বলছে আগুন। জলের মধ্যেই আগুন জ্বলছে দাউদাউ করে। আর এই ভিডিয়ো দেখেই রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন সকলে। কোন জাদুতে জলের উপর এভাবে আগুন জ্বালানো সম্ভব হল? অনেকের মনেই প্রশ্ন জেগেছে স্বাভাবিকভাবে।
হাঁড়ি থেকে বেরিয়ে আসছে আগুন!
সোশ্যাল মিডিয়াতে ভাইরালের যুগে অনেকরকম ভিডিয়োই ইদানিং ভাইরাল হচ্ছে। তেমনই এক ভিডিয়ো ভাইরাল হল এবার। জলের মধ্যে আগুন জ্বালাতে দেখা গেল এক ব্যক্তিকে। একটি অতিকায় হাঁড়ি উপুড় করে তিনি পুকুরের মধ্যে ধরেন। হাঁড়ির ভিতর অবশ্য জল ছিল না। ছিল হাওয়া ভর্তি। সেই হাওয়ার সাহায্যে আগুন ধরিয়ে দেখালেন ওই জেলে। কিন্তু হাওয়ার মধ্যে কী এমন ছিল? হাওয়ার কোন গুণেই বা আগুন ধরছে এমন? আদতে এর পিছনে রয়েছে একটি মজার বিজ্ঞান।
আরও পড়ুন - Health Tips: শীত পড়লেই সর্বাঙ্গে ব্যথা, সেরা দাওয়াই কী? HT বাংলায় আলোচনায় অর্থোপেডিক সার্জেন অনিন্দাংশু বসু
কীভাবে ধরানো হল আগুন?
প্রথমে বলে নেওয়া যাক, কীভাবে আগুন ধরানো হল। হাঁড়িটি বেশ কিছুক্ষণ চেপে ধরে রাখা হয়েছিল জলের উপর উপুড় করে। এভাবে কিছুক্ষণ রাখার পর একটি সরু দাহ্য পদার্থ দিয়ে তৈরি নয় এমন পাইপ হাঁড়ির নিচে ঢোকানো হয়। পাইপটি যাতে হাঁড়ির নিচে আটকে থাকে, সেখানে থেকে না সরে যায়, তাই একটি চটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। পাইপের আরেকটি মুখ জলের উপরে রাখা ছিল। এমনভাবে রাখা ছিল যাতে ওর মধ্যে জল না ঢোকে। এই অবস্থায় একজন লাইটার দিয়ে পাইপের মুখে আগুন ধরিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে আগুন। আসলে পাইপের মুখ দিয়ে হাঁড়ির ভিতরকার গ্য়াস বেরিয়ে আসছিল। আর সেই গ্যাস সাধারণ হাওয়া নয়।