ডিএ মামলায় বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। তবে সেই নির্দেশ মানেনি রাজ্য। সুপ্রিম কোর্টে গড়ায় সেই মামলা। শীর্ষ আদালতে যদি রাজ্যের কর্মীরা জিতে যান, তাহলে রাজ্য সরকারের পকেট থেকে খসতে পারে ৪১ হাজার ৭৭০ কোটি টাকা। তাহলে কোন সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকবে কত টাকা? বুঝে নিন হিসেব।