বিগত মাসগুলিতে ভারতের সঙ্গে মলদ্বীপের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। 'চিনপন্থী' হিসেবে পরিচিত মহম্মদ মুইজ্জু মলদ্বীপের মসনদে বসতেই মালে এবং দিল্লির সম্পর্কে তিক্ততা বেড়েছিল। তবে 'পুরনো বন্ধুর' সঙ্গে বেশিদিন বিবাদে জড়িয়ে থাকা সম্ভব হল না মলদ্বীপের পক্ষে। এই আবহে সম্প্রতি দিল্লি সফরে এসেছেন মুইজ্জু।