Work of 2 New International Rail Routes from India: সীমান্তপার ২টি রেল রুটে কাজ এগোবে, ভারতকে আশ্বাস প্রতিবেশী দেশের Updated: 05 Mar 2025, 07:28 AM IST Abhijit Chowdhury ভারত ও নেপালের মধ্যে রেল পরিষেবা আরও মসৃণ করতে জয়নগর-বিজলপুরা-বারদিবাস এবং যোগবানী-বিরাটনগর রুটে রেললাইন তৈরির কাজ করা হচ্ছে। ভারতের সাহায্যেই এই প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে। এই দুই রেললাইন নিয়ে ভারতকে এবার আশ্বাসবাণী শোনাল নেপালি পক্ষ।