প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে সংকষ্টী চতুর্থী পালিত হয়। এই দিনে দেবতা গণেশের পুজো করে চন্দ্রদর্শন করে তবেই ব্রত ভঙ্গ করা হয়। এই সংকষ্টী চতুর্থী গণেশ পুজোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক। আজ ১৬ মে, শুক্রবার রয়েছে সংকষ্টী চতুর্থী। এমন দিনে দেখে নিন ꩵগণেশ দেবের প্রিয় রাশি কারা।
সংকষ্টী চতুর্থীর তিথি:-
১৬ মে ভোর ৪ টে ২ মিনিট থ⛄েকে এই তিথি শুরু হয়েছে। আর তিথি শেষ হবে ১৭ মে সন্ধ্যা ৫ টা ১৩ মিনিটে। উদয়া তিথি অনুসারে 🐭আজ শুক্রবার ১৬ মে ২০২৫ এ পালিত হচ্ছে সংকষ্টী চতুর্থী তিথি। চন্দ্রোদয় হবে রাত ৯ টা ৫২ মিনিটে।
( ভারত ‘ নিজের খেয়াল রাখতে পারবে’, এদেশে অ্⭕যাপেল-র প্ল্যান্ট বাড়ুক.. চান না ট্রাম্প! বার্তা কুককে)
( উত্তরভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পদে কবে যাচ্ছেন ꧟শনিদেব! বৃষ সহ কাদের কপাল খুলব༒ে?)
গণেশদেবের প্রিয় রাশির তালিকা:-
মেষ
মেষ রাশির জাতক জাতিকারা মঙ্🀅গল গ্রহের দ্বারা শাসিত, যার কারণে মেষ রাশির জাতক জাতিকারা অত্যন্ত সাহসী, সাহসী এবং প্রতিটি কাজে বিশেষজ্ঞ হন। ভগবান গণেশের আশীর্বাদে এই রাশির জাতক জাতিকারা খুব বুদ্ধিমান হন। তারা যে কাজ করে তাতে সর্বদা সাফল্য পায়।
( মাওবাদী অপ🔯ারেশনে ২০০ বার মৌমাছির দংশন সহꦜ্য করেছে CRPFর 'স্নিফার ডগ' রোলো! শেষে ঘটল…)
( দে𓆉শ জুড়ে ‘বয়কট টার্কি’ রব! তুরস্ককে ধাক্কা দিতে এবার ময়দানে ‘জামিয়া মিলিয়া ইসলামিয়া’ও)
মিথুন
এই রাশির অধিপতি গ্রহ হল বুধ, যে কারণে এই রাশির জাতকদের উপর গণেশের বিশেষ আশীর্বাদ রয়েছে। যেহেতু এജই রাশির জাতকরা খুব পরিশ্রমী, তাই তাদের উপর গণেশের আশীর্বাদ থাকে। এমন পরিস্থিতিতে, ভাগ্যের ভালো সহায়তার কারণে, মিথুন রাশির জাতকরা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে সফল হন।
মকর
মকর রাশির জাতকদের উপরও ভগবান গণেশ তাঁর বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন। এই রাশির জাতক জাতিকারা গণেশের আশীর্বাদে তাদের জীবনে প্রচুর সম্মান এবং সাফল্য পান। এই রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষা অর্জনের মা💮ধ্যমে বড় পদ অর্জনে সফল হন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান🦩 টাইমস বাংলা। )