সদ্য দেশে তাবড় মাওবাদী 🎐দমন অপারেশন সম্পন্ন হয়েছে। ২১ দিন ধরে চলা এই অপারেশন সদ্য ১১ মে শেষ হয়েছে। ছত্তিশগড়, তেলাঙ্গানার সীমান্তে অবস্থিত কোরগোতালু পাহাড়ের বুকে রুদ্ধশ্বাস অপারেশন চালিয়েছে ফোর্স। সিআরপিএফ-র সেই অভিযানের টিমের অন্যতম সদস্য ছিল 'রোলো'। সিআরপিএফের তাবড় ডগ স্কোয়াডের কুকুর রোলো। এই অভিযানে সে সহ্য করে গিয়েছে মৌমাছির মর্ম🦋ান্তিক দংশন। আর শেষে মৃত্যুর কোলে ঢোলে পড়ে ২ বছর বয়সী রোলো।
মাত্র ২ বছর বয়সী রোলো সিআরপিএফের টিমের এক অত্যন্ত ভরসাযোগ﷽্য ‘'টিমম্যান’ ছিল। সিআরপিএফের এই কুকুর জঙ্গলের অপারেশনের মধ্যে এক মৌমাছির ঝাঁক ঘিরে ধরে র🍰োলোকে। ২০০ বার মৌমাছির হুল সহ্য করে গিয়েছে এই কুকুর। রোলো পড়ে গিয়েছিল তেড়ে আসা মৌমাছির ঝাঁকের মাঝে। এই ‘জার্মান শেফার্ড’র শরীর জুড়ে ২০০ বার দংশন হয়েছে মৌমাছির। শেষে মৃত্যুর কোলে ঢোলে পড়ে রোলো। সিআরপিএফের এই অভিযানে একমাত্র সদস্য রোলো, যার মৃত্যু হয়েছে। সদ্য ছোট্ট রোলোকে তার শেষকৃত্যে সম্মান জানিয়েছে সিআরপিএফ। মরোণোত্তর সম্মানে রোলোর বীরত্বকে কুর্নিশ জানিয়েছে সিআরপিএফ। রোলে পাবে তার বীরত্বের জন্য মরোণোত্তর মেডেল।
( দেশ জ🌌ুড়ে ‘বয়কট টার্কি’ রব! তুরস্ককে ধাক্কা দিতে এবার ময়দানে ‘জামিয়া মিলিয়া ইসলামিয়া’ও)
( দেশ জুড়ে ‘বয়কট টার্কি’ রব! তুরস্ককে ধাক্কা দিতে এবার ময়দানে ‘জ🍷ামিয়া মিলিয়া ইসলামিয়া’ও)
( উত্তরভাদ্রপদ নক্🍰ষত্রের দ্বিতীয় পদেꦫ কবে যাচ্ছেন শনিদেব! বৃষ সহ কাদের কপাল খুলবে?)
( ভারত ‘ নিজের খেয়াল রাখতে পার🔴বে’, এদেশে অ্যাপেল-র প✅্ল্যান্ট বাড়ুক.. চান না ট্রাম্প! বার্তা কুককে)
সিআরপিএফের টিমের সদস্য হয়ে, রোলোর কাজ ছিল কোথাও বিস্ফোরক আছে কি না, তা খুঁজে বের করা। কর্তব্যে আগাগোড়াই অবিচল ছিল রোলো। হঠাৎই এক অপারেশন শেষে ফেরার সময় মৌমাছির ঝাঁকের আক্রমণে পড়ে যꦦায় সে। তাকে বহুবার বাঁচানোর চেষ্টা করেছে তার হ্যান্ডেলার। শেষে হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয় রোলোর।
সিআরপিএফের এই তাবড় অভিযানেဣ ৩১ জন মাওবাদীকে নিকেশ করা হয়। যা মাওবাদীদের ওপর দেশের অন্যতম বড় অভিযান। ঘটনায় ফোর্সের মোট ১৮ ট্রুপ আহত হয়েছে। অনেকেরই বিস্ফোরণের জেরে পায়ের অপারেশন হচ্ছে। উল্লেখ্য, ছত্তিশগড় ও তেলাঙ্গা🍒নার সীমান্তে বীজাপুর ও মুলুগু জেলার এলাকায় রয়েছে কোরগোতালু পাহাড়। আর সেখানেই চলেছে রুদ্ধশ্বাস মাওবাদী দমন অভিযান।