বৈশাখ অমাবস্যার কিছুদিন আগেই হচ্ছে শুক্রের গোচর। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই বৈশাখ অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শুক্র, গোচর করে শনির নক্ষত্র, উত্তর ভাদ্রপদে যাবেন। আর তা হতে চলেছে ২৬ এপ্রিল। ফলে ২৪ ঘণ্টা পরই বহু জাতক জাতিকার ভাগ্য বদলে কপাল খুলে দিতে চলেছেন শুক্রদেব। কারা কারা লাকি? তা দেখে নেওয়া যাক জ্যোতিষমতে। মনে করা হচ্ছে, শুক্রের এই নক্ষত্র পরিবর্তনের ফলে প্রেম, বৈবৈহিক জীবন সহ, নানান দিক থেকে সুখকর ফল প্রাপ্তি হয়।
কর্কট
শুক্র গ্রহ বর্তমানে আপনার আয়ে বৃদ্ধি করবে। শনির নক্ষত্রে প্রবেশের ফলে এই গ্রহ আপনাকে আলাদা করে লাভ দিতে চলেছে। সব কাজে পাবেন ভাগ্যের সহযোগিতা। ২৬ এপ্রিলের পর কোনও যোজনা সফল হতে পারে। কোনও আর্থিক কষ্ট চললে, তা থেকে পেতে পারেন মুক্তি। জমা করা টাকা আসবে আপনার কাজে। আর্থিক কষ্ট থেকে পাবেন মুক্তি। রোজগারের নতুন রাস্তা তৈরি হবে। রোজগারের খোঁজ যাঁরা করছেন, তাঁরা পাবেন স্বপ্নের চাকরি।
তুলা
শুক্রের নক্ষত্র পরিবর্তনের ফলে নানান রকমের ঝুট ঝামেলা থেকে পাবেন মুক্তি। আপনাদের রাশির স্বামী গ্রহ আর নিজের বন্ধুর নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। পারিবারিক জীবনে ভালো বদল দেখতে পাবেন। পরিবারের সঙ্গে কোথাও যাত্রা করতে পারবেন। মনোরঞ্জনের জন্য কোনও টাকার খরচা হতে পারে। কেরিয়ারের দিক থেকে সঠিক দিশা পাবেন। লোকজনের হাতে বড়সড় অঙ্কের টাকা আসবে। কোথাও যদি জমি বিক্রির চিন্তা থাকে, তাহলে তা করতে পারবেন।
মকর
শুক্রের নক্ষত্র বদলের ফলে আর্থিক দিক থেকে আপনার প্রভূত লাভ হতে চলেছে। কারোর সঙ্গে প্রেম থাকলে, এই সময় হতে পারে বিয়ে। ঘরের পরিবেশ ভালো থাকবে। কেউ কেউ ঘরের সাজ সজ্জার জন্য দামি জিনিস কিনতে পারেন। আপনার কথাবার্তা অন্যের ওপর প্রভাব ফেলবে। যার দ্বারা সামাজিক দিক থেকে মান সম্মান বাড়বে। শিল্প, কলা ফ্যাশনে যাঁরা জড়িত, তাঁদের ভালো সময় আসছে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )