হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল এখন তৃণমূল কংগ্রেসে। বিরোধী দলনেতার খাসতালুকে এমন ধস চিন্তায় ফেলেছে। খোদ শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন এই পরিস্থিতি তাঁর কাছে বেশ কঠিন হয়ে উঠবে। তাই এখন হলদিয়া বিধানসভা এলাকার দুটি মণ্ডলের সভাপতি বদল নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিজেপি। তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হলদিয়ার ৪ এবং ৫ নম্বর মণ্ডলের সভাপতি বদল করল বিজেপি। আর তাপসী মণ্ডলের দলবদলের প্রভাব যাতে দলে না পড়ে সেটা নিশ্চিত করতেও উদ্যোগী হয়েছে বিজেপি। আর তাই আগামীকাল বৃহস্পতিবার হলদিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন শুভেন্দু অধিকারী।
এই বৈঠকেই পরবর্তী চলার পথের দিশা দেবেন শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর। তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসে যাওয়া মানে আরও বেশ কিছু নেতা–কর্মী শুধু যাওয়ার অপেক্ষায়। শুভেন্দুর এই বৈঠকের পরও অনেকে বিজেপি সংস্রব ত্যাগ করতে পারেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই তাপসী মণ্ডল দল বদল করার পর শাসকদলে যোগ দেন হলদিয়ার বিজেপির ২ মণ্ডল সভাপতি। আসলে গোটা ঘটনার মূল কারিগর শ্যামল মাইতি। যিনি অত্যন্ত দক্ষ সংগঠক। এটাই শুভেন্দুর কাছে বাড়তি চাপ। আর এখন শ্যামল মাইতির উপর কোনও অত্যাচার করতে পারবে না শুভেন্দুর অনুগামীরা। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হলদিয়া আসন বিজেপির কাছে চরম চ্যালেঞ্জের। এখনও পর্যন্ত যা খবর তাতে তাপসী মণ্ডল আবার টিকিট পাবেন। তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতলে প্রমাণ হয়ে যাবে শুভেন্দুর গড় বলে কিছু নেই।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের খাতা দেখছেন আংশিক সময়ের শিক্ষকরা! সঠিক মূল্যায়ন হবে তো?