কলকাতায় ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সদস্য জঙ্গি আমির রেজা খানের বিরুদ্ধে হুলিয়া জারি করেছে কলকাতার বিশেষ এনআইএ আদালত। তাকে এক মাসের মধ্যে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারক। সেই মতো বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আমিরের বিরুদ্ধে কলকাতার একটি পাঁচতারা হোটেলের মালিকের কাছ থেকে কয়েক কোটি টাকা তোলা চেয়ে হুমকির অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই সম্প্রতি এই নির্দেশ জারি করেছে আদালত।
আরও পড়ুন: আর্শাদকে কেন আমন্ত্রণ? পহেলগাঁও হামলার পরই নীরজকে কটাক্ষ নেটিজেনদের! জবাব দিলেন
মামলার বয়ান অনুযায়ী, কলকাতার ওই পাঁচতারা হোটেলের মালিককে তোলা চেয়ে হুমকির উপযোগ উঠেছিল ২০১০ সালে। সেই মামলায় আমির এখনও পলাতক। যদিও পড়ে শোনা যায়, ২০২৩ সালে আফগানিস্তানের সীমান্তে খাইবার‑পাখতুনখোয়া এলাকায় একটি এনকাউন্টারে মারা গিয়েছিল আমির। তবে আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় ওই জঙ্গিকে ফেরার হিসেবে দেখিয়ে চার্জশিট পেশ করেছে এনআইএ। বর্তমানের প্রতিবেদন অনুযায়ী, আমিরের বিরুদ্ধে একাধিকবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। কিন্তু, তাকে খুঁজে পাননি তদন্তকারীরা। ফলে আদালতের জারি করা পরোয়ানা কার্যকর করা সম্ভব হয়নি। সম্প্রতি এনআইএ আদালত এক মাসের মধ্যে আমিরকে হাজির করার নির্দেশ দিয়েছে।
জানা যাচ্ছে, আমির কলকাতার বেনিয়াপুকুরের মফিদুল ইসলাম লেনের বাসিন্দা। তার বিরুদ্ধে শুধু কলকাতার হোটেল মালিককে তোলাবাজির হুমকির অভিযোগই নেই, এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ মামলায় নাম রয়েছে আমিরের। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালে জানুয়ারি মার্কিন ইনফর্মেশন সেন্টারে জঙ্গি হানার ঘটনা ঘটেছিল। সেই মামলায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে নাম ছিল আমিরের। এছাড়াও, খাদিম কর্তা অপহরণের মামলায় অন্যতম মূল অভিযুক্ত ছিল এই আমির।
আমিরের ভাই আসিফ রাজকোটে এক হীরে ব্যবসায়ী অপহরণের মামলায় অভিযুক্ত ছিল। পুলিশের হেফাজতে থাকার সময় পালানোর চেষ্টা করে আসিফ। সেই সময় এনকাউন্টারে তার মৃত্যু হয়। শোনা যায়, ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই মার্কিন তথ্যকেন্দ্রে হামলা চালানো হয়েছিল। তবে এই জঙ্গির হদিশ না পাওয়ায় এখনও মামলার বিচারপ্রক্রিয়া শেষ হয়নি।