নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস সাহা আজ সকালে প্রয়াত হলেন। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। এর আগে গত ১৩ মে ব্রেন স্ট্রোক হয়েছিল তাঁর। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে তাঁকে কলকাতায় বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আজ সকালে সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উল্লেখ্য, এই তাপস সাহার নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতিতে। (আরও পড়ুন: সীমান্তে দাদাগিরি করেছিল বিজিবি, ভারতের সামনে এবার মাথা নত বাংলাদে♓শের!)
আরও পড়ুন: গভর্নর ন𝐆া স্ট্যান্ডআপ কমেডিয়ান? অবশেষে রাফাল ধ্বংসের 'প্রমাণ' দিল🐎 পাকিস্তান
জানা গিয়েছে, বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন তাপস সাহা। মাথায় মারাত্মক চোট পেয়ে অচেতন হয়ে যান বিধায়ক। পরিবার সূত্রে খবর, ১৩ মে অনেক বেলা হয়ে গেলেও ঘর থেকে বের হচ্ছিলেন না বিধায়ক। তখন পরিবারের সদস্যরা ঘরে ডাকতে গিয়ে দেখেন বিছানায় অচেতন অবস্থা পড়ে রয়েছেন বিধায়ক। এরপরই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সরকারি হাসপাতালে। তেহট্ট মহকুমা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসতে হয়। তবে শেষ রক্ষা করা গেল না। (আরও পড়ুন: পুরনো অস্ত্রে নতুন করে শান, বাংলাদেশের কাছে আসার🐷 'স্বপ্ন' দেখে ভুলভাল বকছে চিন?)
আরও পড়ুন: ভারত-পাক সংঘ🔴র্ষে মুখ পুড়েছ☂ে চিনের, এরই মাঝে বঙ্গোপসাগরে নয়া চাল ড্রাগনের
এদিকে তাপসের মৃত্যু নিয়ে মুখ খোলেন নদিয়া জেলার চাপড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান। তিনি এই বিষয়ে জানিয়েছেন, জেলা থেকে দলের একাধিক নেতা-কর্মীরা কলকাতায় যাচ্ছেন। প্রয়াত বিধায়কের শেষকৃত্য কবে, কখন এবং কী ভাবে হবে, তা দল এবং তাপসের পরিবারের সঙ্গে কথা বলেই স্থির করা হবে বলে জানিয়েছেন রুকবানুর। (আরও পড়ুন: ভারত বনাম পাকিস্তানের সংঘাতে𒀰 কে জয়ী? স্যাটেলাইট চিত্র তুলে ধরে 𒁏রিপোর্ট NYT-র)
আরও পড়ুন: পাক 'জঙ্গিপ্রীতির' নগ্ন চেহারা তুলে ধরতে এবা🅺র ছক কষছে ভারত, নিশানায় T🍌RF
২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশিপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক ছিলেন তাপস সাহা। ২০২১ সালে তাঁর বিধানসভা কেন্দ্র বদল করেছিল দল। ২০২১ সালে তেহট্ট থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। তারপর শিক💃্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে যায় এই বিধায়কের। বাড়িতে সিবিআই হানা দেয়। তল্লাশি করা হয় এবং কণ্ঠস্বরও সংগ্রহ করেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতিতে তেহট্টের বিধায়ক তাপস সাহার নাম জড়িয়ে যাওয়ার জেরে তাঁর আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। বেশ কিছু জরুরি নথি তখন বাজেয়াপ্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে তাপস সাহাকে তলবও করা হয়েছিল।