দোকান থেকে বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে গিয়ে খেতে বসেছিলেন। আর প্যাকেট খুলতেই তাতে দেখা গেল কিলবিল করছে পোকা? তা রীতিমতো আঁতকে ওঠেন কলেজ ছাত্রী ও তাঁর পরিবারের সদস্যরা। সোমবার শিলিগুড়ি শহরের প্রধাননগরে একটি নামকরা দোকানের বিরিয়ানিতে পোকা পাওয়া গিয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা দোকানের সমস্ত বিরিয়ানি ফেলে দেন। রাস্তা অবরোধ করে বিক্ষোভ 🦩দেখান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাজি বিরিয়ানিতে পোকা পাওয়া গিয়েছে বলে ඣঅভিযোগ। কয়েক মাসের ব্যবধানে এই সংস্থার বিরিয়ানিতে ফের পোকা পাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শেষ পর্যন্ত পুলিশ দোকানে তালা লাগিয়ে দেয়।
আরও পড়ুন: দোলে আমিষ না খাওয়ার ‘অনুরোধ’ করেছিলেন পুরপ্রধান, ‘বেশি’ বিকোল বিরিয়ানি💙!
জানা গিয়েছে, বুধবার ওই ছাত্রী কলেজ থেকে ফেরার পথে শিলিগুড়ি শহরে অবস্থিত🅷 হাজি বিরিয়ানির একটি শাখা থেকে চিকেন বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে 🤪যান। ছাত্রীর অভিযোগ, বাড়িতে গিয়ে প্যাকেট খুলতেই মাংসের উপর সাদা ছোট ছোট পোকা কিলবিল করতে দেখেন। তা দেখার পরেই ছাত্রী তার মাকে জানান। এরপর মায়ের সঙ্গে তিনি দোকানে যান । দোকানে গিয়ে কর্মচারীদের বিষয়টি জানালে প্রথমে তারা বিরিয়ানির অংশ থেকে পোকা ঝেড়ে ফেলার চেষ্টা করেন। ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রী এবং তার মা চিৎকার-চেঁচামেচি করলে আশেপাশের লোকজন সেখানে জড়ো হন। এরপর পোকা দেখে তারা রীতিমতো ক্ষোভে ফেটে ওঠেন। বিরিয়ানির দোকানের ফ্লেক্স ছিঁড়ে ফেলেন। এর পাশাপাশি দোকানে হাঁড়িতে থাকা সমস্ত বিরিয়ানি ফেলে দেন রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশ।
এদিকে, দোকান বন্ধের দাඣবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ রাস্তায় যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানায়। সেই সঙ্গে দোকানে তালা লাগিয়ে দেয়। জানা গিয়েছে, দোকানের কর্মচারীরা স্বীকার কর✃েছেন বিরিয়ানি বাসি ছিল।
বারবার বিরিয়ানির মাংসে পোকা পাওয়ার অভিযোগ সামনে আসায় শহরবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। এনিয়ে দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিক জানিয়েছেন, ঘটনার কথা জানতে পেরেই খাদ্য নিরাপত্তা আধিকারিকরা ওই দোকানে গিয়ে নমুনা সংগ্রহ ক♑রছেন। পাশাপাশি অন্যান্য দোকান থেকেও খাবারের নমুনা সংগ্রহ করা হচ্🌄ছে। কোনওরকম অসঙ্গতি পাওয়া গেলে দোকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।