দেহ অর্ধনগ্ন, রক্তাক্ত, আগুনে ঝলসে গিয়েছে অনেকটাই। শুক্রবার সন্ধেয় দমদম খালপাড় থেকে উদ্ধার হয়েছে এক রূপান্তরকামীর মৃতদেহ। নৃশংস এই খুনের পর পেরিয়ে গিয়েছে ২৪ ঘণ্টা। কিন্তু এখনও খোঁজ পাওয়া যায়নি খুনির। জানা যায়নি ঠিক কী কারণে খুন হতে হল ওই ব্যক্তিকে। দমদম থানার সাব ইনসপেক্টর সৌম্যদীপ সিংহ হিন্দুস্তান টাইমস বাংলাকে বললেন, ‘এখনও অপরাধীর খোঁজ চলছে। খালপাড়ের আশেপাশের ফুটেজগুলি খতিয়ে দে♉খা হচ্ছে।’
‘ময়না তদন্তের রিপোর্ট?’
প্রসঙ্গত, শুক্রবার সন্ধেয় মৃতদেহটি উদ্ধার করা হয় একটি কাপড়ে মোড়া অবস্থায়। আগুনে পুড়িয়ে তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা হয়। কিন্ত🌜ু তার আগেই স্থানীয়দের তৎপরতায় পুলিশ উদ্ধার করে দেহটি। পাঠানো হয় ময়নাতদন্তে। এখনও পর্যন্ত সেই রিপোর্ট এসে পৌঁছায়নি পুলিশের হাতে। ‘ময়নাতদন্তের রিপোর্ꩲট এলে কিছুটা স্পষ্ট হবে খুনের ধরন বা মোটিভ’ জানান সৌম্যদীপ।
‘রূপান্তরকামী সংগঠনগুলি নীরব কেন?’
সমাজকর্মী প্রিয়ম্বদা (গোপনীয়তার কারণে নাম পরিবর্তিত) হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, ‘রূপান্তরকামীদের সুরক্ষা ও নিরাপত্তার ব্যাপারে বরাবরই নিস্ক্রিয় থাকতে দেখা যায় পুলিশকে। সাধারণত অন্য কোনও খুন হলে আমরা দেখি ২৪ ঘণ্টার মধ্যে খুনের কিনারা করা হয়ে গিয়েছে। কিন্তু এক্ষেত্রে পুলিশের কাছে এখনও কোনও তথ্য নেই। শুধু তাই নয়, রূপান্তরকামী সংগঠনগুলিও অদ্ভুতভাব𝓀ে এই বিষয়টি নিয়ে নীরবতা পালন করছে!’