গত বছর পুজোর পর থেকেই সোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল রাজুদার পকেট পরোটা▨। সেই সুবাদে বর্তমানে একটি পেজও খুলেছেন রাজুদা।🐼 পরোটার ব্যবসার পাশাপাশি তাঁকে দেখা যায় বিভিন্ন প্রোমোশনাল ভিডিয়োতে। কখনও মোবাইলের দোকানে তো কখন বিরিয়ানির হোটেলে। কিন্তু কিছু অসাধু ব্যক্তির জেরে গুরুতর সমস্যায় পড়তে হচ্ছে রাজুদাকে। শনিবার সেই নিয়েই কথা বললেন HT বাংলার সঙ্গে।
আরও পড়ুন - দমদম🐠 খালপাড়ে উদ্ধার রক্তাক্ত, ঝলসানো দেহ! রূপান্তরকা🧸মী খুনের নেপথ্যে কারা? কী বলছে পুলিশ
‘পুলিশে অভিযোগ দায়ের…’
বেশ কিছু অসাধু ব্যক্তি রাজুদা ভাইরাল হওয়ার পর থেকেই তার নামে ফেক পেজ বানাচ্ছেন ফেসবুকে। তাঁর ভিডিয়ো পোস্ট করে ভাইরাল হওয়াই একমাত্র বাসনা। কারণ তার✅ মাধ্যমে ফেসবুক থেকে মোটা অঙ্কের টাকা আয় করা যায়। এইসব অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে এবার পদক্ষেপ নিতে পারেন গুমার রাজুদা। HT বাংলাকে তিনি বলেন, ‘বহুদিন ধরেই এটা চলছে। এবার এইসব অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেই 💯নয়। পুলিশে অভিযোগ দায়ের করার কথা ভাবছি।’ প্রসঙ্গত, শনিবারও পেজে তিনি এই নিয়ে একটি পোস্ট করেছেন। সেখানেও তাঁকে পুলিশে অভিযোগ করার পরামর্শ দেন নেটিজেনরা।