বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ দুর্নীতির অভিযোগ তদন্তে তাদের অ্যান্টি-করাপশন ইউনিটকে (ACU) সহায়তা করতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে। ২০১৩ সালের পর এটি বিপিএলে প্রথম আনুষ্ঠানিক দুর্নীতির তদন্ত। এখানে খেলোয়াড়দের বকেয়া পাওনা ও টিকিট বিক্রির অনিয়মসহ বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।
বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ACU-এর চলতি তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়ায় রয়েছে।’ বিভিন্ন সংবাদমাধ্যমে নির্দিষ্ট কিছু খেলোয়াড় ও ম্যাচের বিরুদ্ধে সম্ভাব্য দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয়েছে। তবে এখন পর্যন্ত বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিট এই দাবিগুলোর সত্যতা নিশ্চিত করেনি।
আরও পড়ুন… IND vs ENG: ১০.১ ওভারেই শতরান করে ফেললেন! রোহিত-ডি'ককের রেকর্ড ভাঙলেন অভিষেক
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বিসিবি মিডিয়ায় প্রকাশিত বিপিএল সংক্রান্ত দুর্নীতির সম্ভাব্য অভিযোগ সম্পর্কে অবগত রয়েছে। বোর্ড আবারও ক্রিকেটের নৈতিকতা ও পবিত্রতা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।’ বিসিবি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানদণ্ডের কঠোরভাবে অনুসরণ করে এবং বাংলাদেশের ক্রিকেটে সততার বিষয়টি পর্যবেক্ষণে ACU অবিরাম কাজ করে চলেছে।
আরও পড়ুন… রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের হয়ে খেলবেন সূর্যকুমার যাদব ও শিবম দুবে
বিসিবির এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিবি আইসিসির অ্যান্টি-করাপশন কোড কঠোরভাবে মেনে চলে এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করে। বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিট বাংলাদেশের ক্রিকেটে সততা সম্পর্কিত সব বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় গোপনীয়তা ও সতর্কতার সঙ্গে এগুলো মোকাবিলা করছে।’
বিসিবির তরফ থেক আরও বলে হয়েছে, ‘বিসিবি খেলাধুলার স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশের ক্রিকেটের সুষ্ঠুতা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে থাকবে।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ দুর্নীতির অভিযোগ মোকাবিলায় একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করার মাধ্যমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তদন্ত চলার সঙ্গে সঙ্গে, বিসিবি বাংলাদেশে ক্রিকেটের স্বচ্ছতা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দৃঢ় প্রতিজ্ঞ, যা খেলাটির সঙ্গে জড়িত সকলের প্রতি একটি শক্তিশালী বার্তা পাঠাবে।