বাংলাদেশ প্রিমিয়ার লিগে অর্থ সংকট! দায় স্বীকার করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি জানিয়েছে যে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে অর্থ সংকটের দায়ভার তাদেরই নিতে হবে। দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আলোড়ন সৃষ্টি করেছে, যখন তাদের খেলোয়াড়রা বকেয়া পারিশ্রমিক না পাওয়ার কারণে অনুশীলন বয়কট করে।
এছাড়া, ২৬ জানুয়ারি রংপুর রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা খেলতে অস্বীকার করেন। এর কারণ তাদের সময় মতো টাকা পরিশোধ করেনি ফ্র্যাঞ্চাইজি। মঙ্গলবার জানা যায়, দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের একাধিক চেক বাউন্স হওয়ার কারণে তীব্র আর্থিক সংকটে পড়েছেন তাঁরা।
আরও পড়ুন… ভিডিয়ো: অবশেষে ‘আঙ্কল কোহলি’র সঙ্গে ছোট্ট কবিরের সাক্ষাৎ! সতীর্থের ছেলের স্বপ্ন সত্যি করলেন বিরাট
‘এই দায় আমাদেরই নিতে হবে’ - নাজমুল হাসান পাপন
বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব নাজমুল হাসান পাপন বলেন, ‘অবশ্যই, দিনের শেষে দায় আমাদেরই নিতে হবে। আমরা অন্য কাউকে দায়ী করতে পারি না। যদিও আমরা বিষয়টি অন্যভাবে দেখতে পারতাম। তবুও যা ঘটেছে, তা খুবই অপ্রত্যাশিত। তবুও, আমরা দায় এড়াতে পারি না।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না, এটা আমরা নিশ্চিত করতে পারি।’
বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘আমরা ভাবিনি যে একটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে বিপিএলে আসবে এবং এভাবে পরিস্থিতি তৈরি করবে। আমরা কখনোই এটা আশা করিনি। আমরা সবসময় চেয়েছি ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে। তাদের অংশীদার হিসেবে দেখেছি, বাইরের কেউ হিসেবে নয়।’
আরও পড়ুন… T20 World Cup 2024 জয়টা সবার আগে থাকবে: Sir Garfield Sobers Award জিতে মনের কথা বললেন বুমরাহ
তিনি আরও বলেন, ‘আমরা কিছু কর্মকাণ্ড লক্ষ্য করেছি, যা বিপিএলের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া, অর্থ প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে। মাত্র সাত দিন বাকি, তাই সম্পূর্ণ সমাধান সম্ভব কিনা বলা কঠিন। তবে কিছু অগ্রগতি হবে, সময়ই বলে দেবে কতটা সমাধান করা সম্ভব।’ আইনি পদক্ষেপের ইঙ্গিত দিল বিসিবি। নাজমুল হাসান বলেন, ‘আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যারা প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে। তবে, আমরা আমাদের আইনি টিমের সঙ্গে আলোচনা করছি, কীভাবে বর্তমান সংকট মোকাবিলা করা যায়।’
নাজমুল হাসান পাপন বলেন, ‘চেক বাউন্সের ঘটনা কখনও কল্পনাও করিনি। এক-দুইটি ফ্র্যাঞ্চাইজি আর্থিক প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে, কিন্তু বেশিরভাগই তা রক্ষা করেছে। দুর্ভাগ্যজনকভাবে, ভালো কাজগুলো কিছু ব্যর্থতার ছায়ায় ঢাকা পড়েছে। আমাদের কাছে সব কাগজপত্র ও আইনি নথি রয়েছে, যা আমাদের করণীয় নির্ধারণে সহায়তা করবে।’
আরও পড়ুন… IND vs ENG 3rd T20I: দ্বিতীয়বার ৫ উইকেট শিকার! ভুবনেশ্বর-কুলদীপের এলিট ক্লাবে বরুণ চক্রবর্তী
দুর্বার রাজশাহীর পাশাপাশি চট্টগ্রাম কিংসও অর্থপ্রদানের কারণে আলোচনায় উঠে এসেছে। জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন এমন ২৩ জানুয়ারি পর্যন্ত এক টাকাও পাননি, এমন খবর সামনে এসেছে। কিংসের মালিক সামীর কাদের চৌধুরী প্রথমে বিষয়টি অস্বীকার না করলেও, পরবর্তীতে বলেন, ‘টাকা গাছে ধরে না। খেলোয়াড়কে পারফরম্যান্স দিয়ে আমাকে সন্তুষ্ট করতে হবে।’ এই মন্তব্যটি ক্রিকেট মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।